ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

সোনার বাজারে নতুন মাইলফলক: ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২২ ০০:২৭:২৪
সোনার বাজারে নতুন মাইলফলক: ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

হাসান: দেশের স্বর্ণবাজারে ইতিহাস গড়ল টানা তিন দিনের মূল্যবৃদ্ধি। এক দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে বাজারে সৃষ্টি হয়েছে নতুন এক মাইলফলক। এখন এক ভরি সোনা কিনতে গুনতে হবে আড়াই লাখ টাকারও বেশি, যা বাংলাদেশের স্বর্ণবাজারের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাত ৯টায় নতুন এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকেই সারা দেশে নতুন দাম কার্যকর হচ্ছে। এতে করে টানা তিন দিনে ভরিতে মোট ১৩ হাজার ৫৮৮ টাকা বেড়েছে সোনার দাম, আর প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড।

কেন বাড়ল এত দাম?

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে সোনার দামের অস্বাভাবিক উল্লম্ফন দেশীয় বাজারে বড় প্রভাব ফেলেছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম উঠে গেছে ৪ হাজার ৮০০ ডলারে, যা বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ।

আজ থেকে নতুন দাম কত?

নতুন মূল্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে দেশের বাজারে—

২২ ক্যারেট সোনা: ভরি প্রতি ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা

২১ ক্যারেট: ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা

১৮ ক্যারেট: ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা

সনাতন পদ্ধতি: ভরি ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা

আগের দামের সঙ্গে তুলনা

গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। নতুন ঘোষণায়—

২২ ক্যারেট বেড়েছে ৮,৩৩৯ টাকা

২১ ক্যারেট বেড়েছে ৭,৯৯০ টাকা

১৮ ক্যারেট বেড়েছে ৬,৮২৩ টাকা

সনাতন পদ্ধতির সোনা বেড়েছে ৫,৮৩২ টাকা

রুপার দামও ছাড়াল রেকর্ড

সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপার দামও। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের রুপার ভরি ছিল ৬ হাজার ৫৯০ টাকা। আজ থেকে ২৯২ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ টাকা, যা রুপার ক্ষেত্রেও দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সব মিলিয়ে, বৈশ্বিক বাজারের চাপ ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির প্রভাবে দেশের স্বর্ণ ও রুপার বাজার এখন রেকর্ডের চূড়ায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ