ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ২০:৫৮:৪০
নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে

রাকিব: নবম জাতীয় পে-স্কেলের সরকারি কর্মচারীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পে-কমিশনের এক সদস্য জানিয়েছেন, “নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা আগের মতো ২০টি থাকছে। এটি অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।”

সভায় বেতন কাঠামোর সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার হারও আলোচনা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বাকি বিষয়গুলো এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি।

কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পূর্ণ এবং খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সূত্র জানায়, নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন এখনো নির্ধারিত হয়নি। ফলে আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী সভায় এ বিষয় চূড়ান্ত করা হবে।

সূত্রের খবর অনুযায়ী, সর্বনিম্ন বেতন চূড়ান্ত হলে সর্বোচ্চ বেতন এবং অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধার বিষয়ও নির্ধারণ করা সম্ভব হবে। সর্বনিম্ন বেতন ঠিক করার আগে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করতে পারেন।

এর আগে কমিশন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ ধরে সুপারিশ প্রণয়ন করবে। জাতীয় বেতন কমিশন গঠিত হয় ২০২৫ সালের ২৭ জুলাই এবং তার সভাপতি হন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনের দায়িত্ব সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দেওয়া। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ