ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর: আবারও আসছে শৈত্যপ্রবাহ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৪ ২০:৩৯:৩৬
দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর: আবারও আসছে শৈত্যপ্রবাহ

হাসান: দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার থেকেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে তাপমাত্রা কমার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি টানা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

কী বলছে আবহাওয়ার পরিস্থিতি

১৪ জানুয়ারির আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলজুড়ে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের আবহাওয়ায় শীতের প্রভাব আরও জোরালো হচ্ছে।

কুয়াশা ও তাপমাত্রা কমার আভাস

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এই শীতল ধারা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কোথায় কত তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ