সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
যত মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা!
হাসান: ভূমিকম্প থামানো মানুষের হাতে নেই, তবে বাংলাদেশে এটি মারাত্মক মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সঠিক প্রস্তুতি ও শাসন ব্যবস্থা না থাকলে একটি বড় ভূমিকম্প দেশের জন্য ‘মেগা ডিজাস্টার’ হয়ে উঠতে পারে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার (১৪ জানুয়ারি) ‘ভূমিকম্পে জীবন ও সম্পদ রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। এডাবের চেয়ারপারসন আনোয়ার হোসেন সভাপতিত্বে এবং পরিচালক একেএম জসীম উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞরা।
ক্যাপসের সভাপতি অধ্যাপক ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার ভূমিকম্পের প্রস্তুতি ও ঝুঁকি তুলে ধরেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর (অব.) শাকিল নেওয়াজ মাল্টিমিডিয়া উপস্থাপনায় কারিগরি সীমাবদ্ধতা ও উদ্ধার ব্যবস্থার দুর্বলতার বিষয়ে জানালেন।
বক্তারা বলেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে রয়েছে। ভবন কোড অমান্য, নরম পলিমাটিতে ভারী বহুতল ভবন, অতিরিক্ত গ্লাস ব্যবহার, জনসংখ্যার ঘনত্ব, দুর্নীতি, নিরাপত্তা ব্যবস্থা না থাকা এসব বিপর্যয় আরও বাড়িয়ে দিতে পারে। বড় মাত্রার ভূমিকম্পে হাসপাতালগুলোও বিপর্যস্ত হবে, গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হবে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে এবং রাস্তায় ফাটল ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়বে।
বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা, সমন্বিত পরিকল্পনা এবং আগাম প্রস্তুতি ছাড়া বিপর্যয় এড়ানো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং ভবন নির্মাণ বিধি কঠোরভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
স্কুল, কলেজ ও পাড়া-মহল্লায় মহড়া, মিডিয়া ও এনজিওর অংশগ্রহণ, হাসপাতালের মানসিক ও সামাজিক সহায়তা, পানি ও সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং জিওলজিক্যাল সার্ভে বিভাগকে শক্তিশালী করারও আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ প্রাকৃতিক হলেও মূলত মানুষের তৈরি। ঝুঁকি কমাতে রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য এবং নাগরিকরা সচেতন হয়ে রাষ্ট্রীয় চাপ তৈরি করলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ওয়াহিদা বানু, গওহর নাঈম ওয়ারা এবং যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত চূড়ান্ত হল? জেনে নিন সব তথ্য
- নবম পে-স্কেল চূড়ান্ত: তিন প্রস্তাবে সর্বনিম্ন বেতন
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- বিসিবি ও আইসিসির ভার্চুয়াল কল: যে সিদ্ধান্ত আসলো ভারতে খেলা নিয়ে
- নবম পে-স্কেলে বৈষম্যমুক্ত: সর্বনিম্ন বেতন ৩২ হাজার, সর্বোচ্চ ১.২৮ লাখ টাকা
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- আইপিএলে নতুন করে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানাল বিসিবি
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
- বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?