ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

এনওসি নিয়ে বিসিবির কড়া বার্তা: আইপিএলে যত ম্যাচ খেলবেন না মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ১৩:৫৬:১৬
এনওসি নিয়ে বিসিবির কড়া বার্তা: আইপিএলে যত ম্যাচ খেলবেন না মোস্তাফিজ

হাসান: আইপিএলের নিলামে রেকর্ড দামে দল পাওয়ার পর থেকেই বড় প্রশ্ন পুরো আইপিএল খেলতে পারবেন তো মোস্তাফিজুর রহমান? এই জল্পনার মাঝেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহিম জানান, আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ। এই সময়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।

কেন আইপিএল ছেড়ে দেশে ফিরবেন মোস্তাফিজ

আইপিএলের মিনি নিলামে ত্রিমুখী কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটিরও বেশি) মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে খেলার অনুমতি বা এনওসি প্রসঙ্গে ফাহিম বলেন মোস্তাফিজকে আমরা পুরো আইপিএলের জন্য এনওসি দিয়েছি। শুধু নিউ জিল্যান্ড সিরিজে যে তিনটি ওয়ানডে ম্যাচ আছে, সেগুলো খেলতে সে জাতীয় দলের পক্ষে দেশে ফিরে আসবে।

মূলত নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতেই আইপিএলের মাঝখানে বাংলাদেশে ফিরবেন এই বাঁহাতি পেসার।

আইপিএলের সূচি ও মোস্তাফিজের ব্যস্ততা

আগামী ১৫ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলার কথা আইপিএলের ১৯তম আসর। টুর্নামেন্টের শেষ ভাগে এবং মে মাসের মাঝামাঝিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে অংশ নিতেই ৮ দিনের জন্য আইপিএল ছাড়বেন মোস্তাফিজ।

ফাহিম স্পষ্ট করে বলেন, আট দিনের জন্য মোস্তাফিজ ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরবে।

মোস্তাফিজকে ছাড়া ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি

ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজে মোস্তাফিজকে ছাড়াই দল নামানো যায় কি না এমন প্রশ্নও ওঠে সংবাদ সম্মেলনে। জবাবে ফাহিম জানান, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে র‍্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। ওয়ানডেতে আমাদের বাছাইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই। আমরা এখনো নিরাপদ অবস্থানে নেই, তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

সব মিলিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার জাতীয় দলের স্বার্থই সর্বাগ্রে, তবে আইপিএলেও যতটা সম্ভব মোস্তাফিজকে পাওয়া যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ