ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৭:৪১:৩৬
কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন

নিজস্ব প্রতিবেদন: অনেকেই মনে করেন, জীবনের নানা ঘটনা যেমন নিয়তির অংশ—তেমনই বিয়েও এক পূর্বনির্ধারিত বিষয়। অর্থাৎ, কে কার জীবনসঙ্গী হবেন, তা আগেই ঠিক হয়ে আছে। তবে বিষয়টি নিয়ে রয়েছে মতভেদ—বিশেষ করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে। কেউ বলেন, সবই আল্লাহর পরিকল্পনা, আবার কেউ মনে করেন, মানুষ নিজের চেষ্টা আর পছন্দের মাধ্যমে জীবনসঙ্গী নির্বাচন করে।

ইসলামে বিয়ে ও তাকদিরের সম্পর্ক

ইসলামী বিশ্বাস অনুযায়ী, আল্লাহ তায়ালা সৃষ্টির বহু আগে থেকেই সবার জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে জানেন। এক হাদীসে উল্লেখ আছে, আসমান-জমিন সৃষ্টি হওয়ার ৫০ হাজার বছর আগেই প্রতিটি মানুষের তাকদির লেখা হয়েছে। সে দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে—কার সঙ্গে কার বিয়ে হবে, সেটাও আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত।

চেষ্টা, পছন্দ ও দোয়ার গুরুত্ব

তবে ইসলাম শুধুমাত্র তাকদিরকেই সব কিছু মনে করে না—মানুষের ইচ্ছা, পরিশ্রম এবং দোয়ারও গুরুত্ব আছে। মানুষ বিয়ের জন্য কাউকে পছন্দ করে, চিন্তা করে, পরিবার পরামর্শ করে, ইস্তিখারা করে এবং অবশেষে সিদ্ধান্ত নেয়। কখনো সেই প্রস্তাব গ্রহণ হয়, আবার কখনো প্রত্যাখ্যাত হয়। এই সবকিছুই মানুষের সচেতন ভূমিকার পরিচায়ক।

তাকদির ও চেষ্টা—দুটোই সত্য

ইসলামী চিন্তাবিদেরা বলেন, মানুষের চেষ্টা নিজেই তাকদিরের অংশ। আপনি যেভাবে চেষ্টা করছেন, দোয়া করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন—সবই সেই বড় পরিকল্পনার অন্তর্গত, যেটি আল্লাহ জানেন। আপনি যে পথ বেছে নিচ্ছেন, তাকদির সেভাবেই আপনার জন্য বাস্তবতা সৃষ্টি করে।

বিয়ে না হওয়া বা বিচ্ছেদও তাকদিরের অন্তর্গত

কখনো বিয়ে হয় না, কখনো ভেঙেও যায়। এটাও আল্লাহর জ্ঞানের বাইরে নয়। হতে পারে, সেই ব্যক্তি আপনার জন্য ঠিক ছিলেন না—আর কেউ একজন অপেক্ষা করছেন, যিনি আপনার জন্য আরও উপযুক্ত। তাই কোনো অবস্থাতেই নিজেকে ব্যর্থ ভাবার সুযোগ নেই।

কে কার সঙ্গে বিয়ে করবে, তা একদিকে যেমন আল্লাহর পূর্বজ্ঞান ও পরিকল্পনার অংশ, তেমনি মানুষের চেষ্টাও এই প্রক্রিয়ার অপরিহার্য দিক। বিয়ে একমাত্র তাকদির নয়, বরং তাকদির ও চেষ্টার এক অপূর্ব সমন্বয়।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ