ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনাকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০২ ২৩:০২:১৮
শেখ হাসিনাকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সংক্রান্ত খবরের প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর আগ্রহ হঠাৎ বেড়ে যায় বহুগুণে। আগে যেসব সংস্থা বাংলাদেশকে কেবল বড় কোনো সংকট বা আলোচিত ইস্যুর সময়ই কাভার করত, এখন তারা প্রতিদিনই বাংলাদেশ নিয়ে রিপোর্ট করছে, বিশেষ করে ‘জুলাই বিপ্লব’-এর পর থেকে।

তবে শুধু সংবাদ কাভারেজের পরিমাণ বাড়েনি, পরিবর্তন এসেছে বর্ণনার ভাষাতেও। শেখ হাসিনাকে ঘিরে ভারতীয় মিডিয়ার দৃষ্টিভঙ্গি যে কতটা বদলেছে, তা নিয়ে আলোচনায় এসেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইং প্রধান ফয়সাল মাহমুদ।

২ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফয়সাল লেখেন, “ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছিল, সেটিতে সাম্প্রতিক সময়ে একটি সুস্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে।”

ফয়সালের পর্যবেক্ষণ অনুযায়ী, গত পাঁচ মাসে শেখ হাসিনাকে নিয়ে ভারতের মিডিয়াগুলোর শব্দচয়ন ধাপে ধাপে বদলেছে। শুরুতে তাকে বলা হতো “প্রাক্তন প্রধানমন্ত্রী”, পরে “অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী” এবং এখন টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো তাকে “পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী” বলে আখ্যায়িত করছে।

ফয়সালের মতে, “এই পরিবর্তন অবশ্যই দৃষ্টিগোচর করার মতো, এবং একে সম্পূর্ণ নেতিবাচক বলা যাবে না।”

বিশ্লেষকদের অনেকে বলছেন, শেখ হাসিনার দেশত্যাগের পরপরই কিছু ভারতীয় রাজনৈতিক মহল এবং সংবাদমাধ্যম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করেছিল। তবে এখন মিডিয়ার কণ্ঠস্বরে যে রূপান্তর দেখা যাচ্ছে, তা হয়তো একটি নতুন দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

সর্বশেষ পাঁচ মাসে ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে বর্ণনার প্যাটার্ন বদলে গেছে—এক সময়ের ‘প্রাক্তন’ এখন ‘পলাতক’। এই ভাষাগত পরিবর্তনেই প্রতিফলিত হচ্ছে ভারতের গণমাধ্যমের অবস্থানের নাটকীয় রূপান্তর।

আয়শা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ