ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

এক ম্যাচেই বিশ্বরেকর্ড! ইতিহাস গড়লেন তানভীর ইসলাম

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৬ ১০:২৮:১২
এক ম্যাচেই বিশ্বরেকর্ড! ইতিহাস গড়লেন তানভীর ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শুধু দুর্দান্ত বললে কম বলা হবে—বাংলাদেশের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এক ম্যাচেই করে ফেলেছেন ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে রীতিমতো বিশ্বরেকর্ড গড়েছেন এই তরুণ।

১০ ওভারে ২টি মেডেনসহ মাত্র ৩৯ রানে তুলে নিয়েছেন ৫টি মূল্যবান উইকেট। তবে সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এই ১০ ওভারে তিনি করেছেন ৪১টি ডট বল—যা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে একজন বোলারের করা অন্যতম সর্বোচ্চ ডট বলের রেকর্ড।

ওয়ানডে ফরম্যাটে যেখানে ব্যাটাররা সবসময়ই রান তুলতে মরিয়া, সেখানে তানভীরের এমন নিয়ন্ত্রিত বোলিং ছিল নিঃসন্দেহে দুর্দান্ত এক নিদর্শন। তার স্পিনে দিশেহারা শ্রীলঙ্কান ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে।

তানভীরের বোলিং পরিসংখ্যান:

* ওভার: ১০

* মেডেন: ২

* রান: ৩৯

* ইকোনমি রেট: ৩.৯০

* উইকেট: ৫

* ডট বল: ৪১

এই অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপ ম্যাচসেরার পুরস্কার উঠেছে তানভীর ইসলামের হাতে। ম্যাচজুড়ে তার প্রতিটি স্পেলেই ছিল ছন্দ, ছিল নিখুঁত লাইন ও লেংথে বল করে চাপ তৈরির ধারাবাহিকতা। বিশেষ করে মিডল ওভারে তার আঘাতেই ধসে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।

বিশেষজ্ঞদের মতে,“তানভীরের এই পারফরম্যান্স কেবল এক ম্যাচে জয় এনে দিয়েছে না, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ স্পিন আক্রমণের জন্য একটি মাইলফলক। দেশের তরুণ বোলারদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এই জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস পেয়েছে নতুন উচ্চতা, আর আইসিসি র‍্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে গেছে টাইগাররা।

কোনো আড়ম্বর নয়, নিজের কাজ দিয়েই ইতিহাস গড়েছেন তানভীর ইসলাম—আর এখন তিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ