ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মৃত ব্যক্তির নামে কৃষিঋণ! ১২ বছর পর কবর থেকে উঠে এল ঋণের দাবি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৫ ২২:৩৭:৩৭
মৃত ব্যক্তির নামে কৃষিঋণ! ১২ বছর পর কবর থেকে উঠে এল ঋণের দাবি

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর ১২ বছর পর হঠাৎ করেই এক মৃত ব্যক্তির নামে ব্যাংক ঋণের দাবি উঠে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের সদর শাখা থেকে ২০২৪ সালে ১ লাখ টাকা কৃষিঋণ দেওয়া হয়েছে রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তির নামে, যিনি মারা গেছেন ২০১৪ সালে।

বর্তমানে সুদসহ সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। সম্প্রতি ঋণ পরিশোধে ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হলে হতবাক হয়ে যায় রিয়াজ উদ্দিনের পরিবার।

রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদা বেগম বলেন,“আমার বাবা তো ১২ বছর আগেই মারা গেছেন। জীবিত অবস্থায় তিনি কোনোদিন ব্যাংকে যাননি। তাহলে তার নামে ঋণ কীভাবে হলো?”

স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন,“মৃত মানুষের নামে কীভাবে ঋণ অনুমোদন হয়? এটা স্পষ্টভাবে জালিয়াতি। এর পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।”

ব্যাপারটি ঘটেছে নাসিরনগর উপজেলার কৃষি ব্যাংকের সদর শাখায়। তবে শাখা ব্যবস্থাপকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঋণ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান,“এখন ব্যাংক বন্ধ। মৃত ব্যক্তির মেয়েকে সোমবার অফিসে এসে বিস্তারিত জানাতে বলা হয়েছে।”

এ বিষয়ে নাসিরনগরের ইউএনও শাহিনা নাসরিন বলেন,“ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। যাতে কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ