ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ, জানাল আবহাওয়া অধিদপ্তর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ১৭:০৪:৫৭
আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাকিব: পৌষের বিদায় আর মাঘের আগমনের সন্ধিক্ষণে দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। আজ শনিবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জ ও নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে আবহাওয়া অধিদপ্তরের মতে, আসল শীতের তান্ডব এখনো বাকি।

আসছে ৫টি শৈত্যপ্রবাহের সারিআবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসে দেশজুড়ে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ হানা দিতে পারে। এর মধ্যে:

মৃদু থেকে মাঝারি: ২-৩টি শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে।

তীব্র শৈত্যপ্রবাহ: ১-২টি ক্ষেত্রে পারদ নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। যা তীব্র শীতের অনুভূতি তৈরি করবে।

কুয়াশার চাদরে ঢাকা দুপুরমধ্যরাত থেকে সকাল ছাড়িয়ে কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হচ্ছে ঘন কুয়াশা। বিশেষ করে নদ-নদী অববাহিকায় দৃষ্টিসীমা কয়েক মিটারে নেমে আসছে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় হাড়কাঁপানো শীতের অনুভূতি হচ্ছে কয়েক গুণ বেশি। রোদহীন দুপুর আর কনকনে বাতাস যেন স্থবির করে দিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

অতীতের হিমাঙ্ক ছোঁয়া রেকর্ডচলতি বছরের শীত মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালের সেই ভয়াবহ স্মৃতির কথা। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—মাত্র ২.৬ ডিগ্রি সেলসিয়াস। ওই বছর সৈয়দপুর (২.৯ ডিগ্রি), ডিমলা (৩ ডিগ্রি) এবং দিনাজপুরেও (৩.২ ডিগ্রি) তাপমাত্রা ৩-এর ঘরে নেমেছিল। এর আগে ২০১৩ এবং ২০০৩ সালেও ৩.২ থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড গড়েছিল উত্তরবঙ্গ।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, এবারের জানুয়ারিও সেই রেকর্ডগুলোর কাছাকাছি পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে। তাই শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি সতর্কতা এবং শীতের আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগ: আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত Lowest Temperature in Bangladesh Today বাংলাদেশে শৈত্যপ্রবাহের খবর তীব্র শীতের সতর্কতা বাংলাদেশ Bangladesh Weather Forecast January 2026 জানুয়ারি মাসের আবহাওয়া পূর্বাভাস ২০২৬ সিরাজগঞ্জ ও নওগাঁর তাপমাত্রা আজ ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জানুয়ারি ঘন কুয়াশার খবর আজ আবহাওয়া অধিদপ্তর জানুয়ারি ২০২৬ আপডেট ২০১৮ সালের সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল তেঁতুলিয়ার শীতের খবর উত্তরবঙ্গের শীতের সর্বশেষ আপডেট শৈত্যপ্রবাহ কয়টি হবে জানুয়ারিতে শীতকালীন স্বাস্থ্য টিপস নদ-নদীতে ঘন কুয়াশা সতর্কতা মমিনুল ইসলাম আবহাওয়া পরিচালক Cold Wave Alert BD 2026 4 Degrees Celsius Temperature Prediction Fog Forecast River Basins BD Sirajganj vs Naogaon Temperature History of Coldest Days in Bangladesh BMD Weather Update Today Severe Cold Wave in North Bengal Weather News Jan 3 2026 Winter Precautions Bangladesh Record Breaking Cold in Tetulia Temperature Drop in Dhaka Bangladesh Climate Report 2026 Dense Fog Alert Dhaka Airport

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ