সদ্য সংবাদ
স্টারলিংক ব্যবহারে মৃত্যুদণ্ডের বিধান

নিজস্ব প্রতিবেদক: অনুমোদনহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। সম্প্রতি দেশটির পার্লামেন্ট এমন একটি আইন পাস করেছে, যেখানে স্টারলিংকের মতো অনিয়ন্ত্রিত স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। সরকার একে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ২৩ জুন পার্লামেন্টে আইনটি পাস হয় এবং ২৯ জুন তা সরকারিভাবে প্রকাশ করা হয়।
ইরান সরকারের দাবি, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও বিদেশি গোয়েন্দা তৎপরতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, স্টারলিংক বা এ ধরনের স্যাটেলাইট সেবা ব্যবহার করে ইরানে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সহজেই প্রবেশ করতে পারে এবং দেশের ভেতরের তথ্য পাচার করতে পারে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন যুদ্ধাবস্থায় ইরানে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি নিয়ন্ত্রণ এড়িয়ে এসব ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়েও মানুষ অনলাইনে সক্রিয় থাকতে পারছে, যা সরকারের নজরদারিতে বিঘ্ন সৃষ্টি করছে।
নতুন আইনটির নাম: “গোয়েন্দাগিরি, ইসরায়েল ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধি আইন”।
এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি শত্রু রাষ্ট্রের সঙ্গে তথ্য আদান-প্রদান, গোয়েন্দা বা সামরিক সহযোগিতায় যুক্ত হয়, তাহলে তা “পৃথিবীতে অনাচার ছড়ানো” হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারিত হয়েছে।
তবে আইন কার্যকরের পরও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে ইরানে প্রায় ২০ থেকে ৪০ হাজার স্টারলিংক ডিভাইস সক্রিয় রয়েছে। বেশিরভাগ ডিভাইস কালোবাজারের মাধ্যমে দেশে প্রবেশ করেছে বলে অনুমান করা হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- রেকর্ড পরিমাণ কমেছে জ্বালানি তেলের দাম
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- স্বর্ণের বাজারে ধস: কমছে দাম
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- আবারও কমে গেল সোনার দাম
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস