সদ্য সংবাদ
পারমাণবিক শক্তি বিকাশে মুসলিম দেশকে সহযোগিতা করবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক: এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়ার শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের সক্ষমতা বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়েছে রাশিয়া। পারমাণবিক প্রযুক্তি স্থানান্তর, মানবসম্পদ উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদারিত্বে সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি।
শনিবার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ এ তথ্য জানান। তিনি জানান, রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সম্পর্ক জোরদার করতে চার দিনের সফরে তিনি মস্কো যান এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকসহ উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে ফাদিল্লাহ রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ উন্নয়ন, আইনি কাঠামো গঠন এবং মালয়েশিয়ার বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আলোচনা হয়।
তিনি বলেন, “রাশিয়ার দীর্ঘদিনের পারমাণবিক অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমানে আমরা বেসলোড বিদ্যুৎ ঘাটতির মুখে। কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চাই, কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে পানির সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
উপ-প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যেই নীতিগতভাবে পারমাণবিক শক্তিকে ভবিষ্যৎ জ্বালানি মিশ্রণের একটি অংশ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে গবেষণা, জনসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের সমর্থন ছাড়া শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও এনজিওগুলোকে একযোগে কাজ করতে হবে।”
এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাশিয়ার এ সহযোগিতা শুধু মালয়েশিয়ার অভ্যন্তরীণ উন্নয়নেই নয়, বরং পুরো আসিয়ান (ASEAN) অঞ্চলের বিদ্যুৎ গ্রিড উদ্যোগেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সোহাগ/