ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

তানজানিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে আগুন, প্রাণ গেল ৩৮ জনের

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ৩০ ১২:৫৫:৪৮
তানজানিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে আগুন, প্রাণ গেল ৩৮ জনের

নিজস্ব প্রতিবেদক: তানজানিয়ার কিলিমাঞ্জারোর মোশি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় একটি বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, চলন্ত বাসের একটি টায়ার হঠাৎ পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই উভয় যানবাহনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

রোববার (২৯ জুন) দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। দগ্ধ অবস্থায় থাকা মরদেহগুলোর অধিকাংশ এতটাই পুড়ে গেছে যে এখনও পর্যন্ত ৩৬টি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। আহত হয়েছেন অন্তত ২৮ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সঙ্গে তিনি সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, তানজানিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদিও সরকার বিভিন্ন সময় জনসচেতনতা বাড়াতে নানা প্রচারণা চালিয়েছে, দুর্ঘটনার হার তেমন একটা কমেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৩ থেকে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, যা দেশটির সরকারিভাবে প্রকাশিত ৩ হাজার ২৫৬ জন মৃত্যুর সংখ্যার তুলনায় অনেক বেশি।

সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ