সদ্য সংবাদ
বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর দেশটিতে ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৬ জুন, শুক্রবার। সেই অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই দিনে ঈদ উদ্যাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৭ মে) সৌদি চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, ওই রাত থেকেই ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। ফলে সৌদি আরবে ৫ জুন, বুধবার হবে আরাফাহ দিবস—হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন।
সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানেও ৬ জুন ঈদ উদ্যাপিত হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে চাঁদ দেখা অনুযায়ী ঈদের দিন একদিন পর হতে পারে। এসব দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৭ জুন, শনিবার অথবা ৮ জুন, রোববার। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করা হয়। হজের অংশ হিসেবেও এ উৎসব পালন করা হয়ে থাকে।
প্রতিবছর বিশ্বের কোটি কোটি মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হন। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৯ জিলহজ তারিখের আরাফাহ দিবস থেকে এবং শেষ হয় ১৩ জিলহজে।
— সোহাগ/