ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

জ্বীন মারা গেলে কী রূপ নেয়? শুনলে অবাক হবেন!

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৬ ১১:১৯:৪১
জ্বীন মারা গেলে কী রূপ নেয়? শুনলে অবাক হবেন!

নিজস্ব প্রতিবেদন; জ্বীন—এ এক রহস্যময় সৃষ্টি, যাদের নিয়ে মানুষের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। আমাদের চোখে দেখা না গেলেও, তারা বসবাস করে আমাদের আশেপাশেই। কিন্তু প্রশ্ন উঠতেই পারে—জ্বীন যখন মারা যায়, তখন আসলে কী ঘটে? তারা কি মানুষের মতো মাটিতে মিশে যায়? নাকি ধারণ করে অন্য কোনো ভিন্ন রূপ?

ইসলামি ব্যাখ্যা অনুযায়ী, জ্বীনদেরও মৃত্যুবরণ করতে হয়। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে” (সূরা আল-ইমরান, আয়াত ১৮৫)। তবে তাদের মৃত্যুর পর তারা কী রূপ নেয়, তা নিয়ে রয়েছে নানা মত, নানা গল্প।

ধর্মীয় পণ্ডিতরা বলেন—জ্বীন যেহেতু আগুন থেকে সৃষ্টি, তাই মৃত্যুর সময় তাদের সেই অদৃশ্য শরীর ধ্বংস হয়ে যায়। তারা আর কোনো দৃশ্যমান রূপে থাকে না। তাদের আত্মা চলে যায় ‘আলমে বরযাখ’ নামক এক ভিন্ন জগতে—যেটি মানুষের বোধের বাইরে।

তবে বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতা ও কাহিনিতে দেখা যায়, জ্বীন মৃত্যুর আগে বা পরে নানা ভীতিকর রূপ নিতে পারে—কখনো সাপের আকৃতি, কখনো ধোঁয়ার মতো, আবার কখনো ছায়ার মতো এক অজানা অবয়ব! কেউ কেউ দাবি করেন, কোনো জ্বীন মারা গেলে আশেপাশে অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়ে, শোনা যায় অদ্ভুত শব্দ বা দেখা যায় ঘন ধোঁয়ার আবরণ।

তবে এসব ঘটনা কতটা বাস্তব, আর কতটা কল্পনা—তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ জ্বীনদের জগৎ আমাদের দৃষ্টির বাইরে, তাদের মৃত্যু বা রূপান্তরও আমাদের কাছে এক গভীর রহস্যই রয়ে গেছে।

তবে একটি সত্য অস্বীকার করা যায় না—জ্বীন মারা গেলেও, তাদের ঘিরে মানুষের ভয়ের অনুভূতি আর চিরন্তন কৌতূহল কখনোই মরে না।

আশা/

ট্যাগ: জ্বীন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আইসিসি থেকে যে সুখবর দিল মুস্তাফিজকে

আইসিসি থেকে যে সুখবর দিল মুস্তাফিজকে

রাকিব:গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এসেছে সুখবর। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমান টি-টোয়েন্টি বোলিং... বিস্তারিত