ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

হজ মৌসুম ঘিরে কঠোর পদক্ষেপ নিল সৌদি সরকার

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১৬ ২২:৪৪:১৬
হজ মৌসুম ঘিরে কঠোর পদক্ষেপ নিল সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক; আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। সরকার ঘোষণা দিয়েছে, বৈধ হজ পারমিট ছাড়া কেউ মক্কা শহরে প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবে না। এ নিয়ম কার্যকর হবে ২৯ এপ্রিল থেকে এবং চলবে হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত।

সৌদি পর্যটন মন্ত্রণালয় জানায়, মক্কার সব হোটেল, মোটেল, রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়েছে। কেউ যেন বৈধ অনুমতি ছাড়া কাউকে আশ্রয় না দেয়—এ নির্দেশও দেওয়া হয়েছে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ সৌদি আরবে যান। কিন্তু অনেকেই বৈধ হজ ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করেন, কেউ কেউ উমরাহ ভিসায় এসে অবৈধভাবে থেকে যাওয়ার চেষ্টা করেন। এবার এমন অভিবাসীদের জন্যও স্পষ্ট বার্তা দিয়েছে সৌদি সরকার—উমরাহ ভিসায় যারা সৌদি আরবে অবস্থান করছেন, তাদের ২৯ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজের পবিত্রতা ও নিরাপত্তা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈধ হজযাত্রীদের নির্বিঘ্নে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

—রাকিব/

ট্যাগ: হজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আইসিসি থেকে যে সুখবর দিল মুস্তাফিজকে

আইসিসি থেকে যে সুখবর দিল মুস্তাফিজকে

রাকিব:গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এসেছে সুখবর। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমান টি-টোয়েন্টি বোলিং... বিস্তারিত