সদ্য সংবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লো শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আজ এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। সাধারণ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে গায়েবানা জানাজার আয়োজন করেন। তাদের দাবি, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।
শিক্ষার্থীদের মতে, দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা ব্যবস্থায় নানা অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। হত্যা, হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
একজন শিক্ষার্থী বলেন, "আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে এই গায়েবানা জানাজা আয়োজন করেছি। তিনি খুনিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেননি, বরং সরকারের ব্যর্থতাকে স্পষ্ট করেছেন।"
শিক্ষার্থীরা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে, আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সহিংসতার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মনে করেন, সরকারের ব্যর্থ নীতির ফলে সাধারণ মানুষ হামলা ও ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, "আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর বিচার বা আইনগত পদক্ষেপের প্রতিফলন দেখতে পাইনি। আইন-শৃঙ্খলার অবনতি রোধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।"
জানাজায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বার্তা পাঠাচ্ছেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা। অনুষ্ঠানে ইমাম সাহেব উপস্থিত হয়ে জানাজার নামাজ পরিচালনা করেন এবং দেশ ও জনগণের শান্তি কামনা করে দোয়া করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে স্লোগান দেন এবং তাদের দাবি পূরণের আহ্বান জানান। তাদের মতে, এই প্রতিবাদ সরকারের ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
এই প্রতীকী প্রতিবাদ চট্টগ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, শিক্ষার্থীদের এ প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সরকার আদৌ কার্যকর কোনো ব্যবস্থা নেবে কি না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা : ম্যাচটি সরাসরি (LIVE) দেখুন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ, সরাসরি (LIVE) দেখুন এখানে