ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

সরকারি বাঙলা কলেজ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের কমিটি প্রকাশ

২০২৬ জানুয়ারি ৩১ ১৯:০৩:৪৩
সরকারি বাঙলা কলেজ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের কমিটি প্রকাশ

রাজধানীর সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন 'ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ'-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান শেখ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম। ​নেতৃত্বের অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা ​কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি সোহান শেখ বলেন, "আমাদের লক্ষ্য ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে ক্যাম্পাসের একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা। ময়মনসিংহের মানুষের যে চিরায়ত আন্তরিকতা, তা আমরা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে দিতে চাই।" ​তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন: সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ: পড়াশোনার পাশাপাশি বিতর্ক, আবৃত্তি, সংগীত, থিয়েটার ও সাংবাদিকতার মতো ক্লাবগুলোতে সক্রিয় হয়ে ময়মনসিংহের নাম উজ্জ্বল করতে হবে। ​ক্যারিয়ার গঠন: শিক্ষার্থীদের সুপরামর্শ ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিসিএস ক্যাডারসহ বিভিন্ন সরকারি চাকরিতে ময়মনসিংহের জয়জয়কার নিশ্চিত করতে আমরা কাজ করব। ​সামাজিক দায়বদ্ধতা: দেশ ও মানুষের যেকোনো প্রয়োজনে এই সংগঠন সর্বদা পাশে থাকবে। ​শিক্ষার্থীদের সেবায় নিবেদিত সাধারণ সম্পাদক ​সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন: ​একাডেমিক ও আবাসিক সহায়তা: নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান ও একাডেমিক সহযোগিতায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। ​পারিবারিক বন্ধন: ক্যাম্পাসে ময়মনসিংহ জেলার সকল শিক্ষার্থীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ পরিবার গড়ে তোলা হবে। ​স্বচ্ছতা ও ন্যায়বিচার: প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছতা ও ন্যায়বিচারের ভিত্তিতে নেওয়া হবে এবং নবগঠিত কমিটির সকলের মতামতের ভিত্তিতেই ছাত্রকল্যাণের কার্যক্রম পরিচালিত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ