ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

আপডেট খবর: বিএনপি থেকে বহিষ্কার আরও ৫ নেতা

২০২৬ জানুয়ারি ২৮ ২০:২২:৩৮
আপডেট খবর: বিএনপি থেকে বহিষ্কার আরও ৫ নেতা

হাসান: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। শৃঙ্খলা রক্ষায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের নেওয়া এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারের ঘোষণা

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাদের বহিষ্কার করা হলো

বিজ্ঞপ্তি অনুযায়ী বহিষ্কৃত নেতারা হলেন-

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল

পাবনা জেলার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাসাদুল ইসলাম হীরা

চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু

চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ

প্রাথমিক সদস্যপদসহ সব পদ বাতিল

বহিষ্কারের সিদ্ধান্ত অনুযায়ী, এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দল ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতৃত্ব এখন আরও কঠোর অবস্থান নিচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ