ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

হজযাত্রীদের জন্য যে সুখবর দিল সৌদি সরকার

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৭ ০০:৫৪:৪৩
হজযাত্রীদের জন্য যে সুখবর দিল সৌদি সরকার

রাকিব: পবিত্র নগরী মক্কায় ইবাদত করতে আসা লাখো মুসল্লির যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে সৌদি প্রশাসন চালু করেছে এক যুগান্তকারী গণপরিবহন ব্যবস্থা। হজ ও রমজান মৌসুমে অতিরিক্ত চাপ সামাল দিতে প্রথমবারের মতো মক্কায় চালু হলো সম্পূর্ণ বিদ্যুৎচালিত ‘মাসার বিআরটি’ (Bus Rapid Transit) সেবা যা যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে কার্যকর সমাধান দেবে।

যানজটমুক্ত যাত্রায় আলাদা করিডোর

আসন্ন হজ ও রমজান মৌসুমকে সামনে রেখে ২০২৬ সালের হজের আগেই প্রকল্পটির কাজ শেষ করে বাস চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশন থেকে মসজিদুল হারামের পার্শ্ববর্তী কেন্দ্রীয় এলাকা পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে। এই লেনটি কেবল বিআরটি বাসের জন্য নির্ধারিত অন্য কোনো যান চলবে না। ফলে ট্রাফিক জ্যাম ছাড়াই বাসগুলো দ্রুত ও নির্ভরযোগ্যভাবে যাত্রী পরিবহন করতে পারবে।

আধুনিক প্রযুক্তিতে আরামদায়ক সেবা

‘ইলেক্ট্রোমিন’ পরিচালিত এই বাস বহরে যুক্ত হয়েছে আধুনিক যাত্রীসেবার সব সুবিধা-

বিশেষ প্রবেশাধিকার: বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘নিলিং’ প্রযুক্তি, যা বাসকে নিচু করে নিরাপদে উঠানামায় সহায়তা করে।

ডিজিটাল সুবিধা: রিয়েল-টাইম ডিজিটাল ডিসপ্লে, স্মার্টফোন ও ভেন্ডিং মেশিনে টিকিট কাটার ব্যবস্থা।

আরামদায়ক ভ্রমণ: শক্তিশালী এসি, ফ্রি ওয়াই-ফাই এবং ইউএসবি চার্জিং পোর্ট।

‘সবুজ মক্কা’ গড়ার পথে বড় অগ্রগতি

ডিজেলনির্ভরতার বদলে এই বাসগুলো চলবে ৪২০ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারিতে। সৌদি কর্মকর্তাদের মতে, এই পরিবেশবান্ধব উদ্যোগ মক্কার বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমাবে। ধারণা করা হচ্ছে, প্রকল্পটির মাধ্যমে পুরো কার্যকালজুড়ে প্রায় ৩ কোটি ১৫ লাখ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ রোধ করা সম্ভব হবে।

তীর্থযাত্রীদের জন্য স্বস্তির বার্তা

হজ ও রমজানে প্রতি বছর মক্কায় বিপুল জনসমাগমে পরিবহন ব্যবস্থা চাপের মুখে পড়ে। সৌদি কর্তৃপক্ষের বিশ্বাস, ‘মাসার বিআরটি’ এই চাপ কমাবে এবং তীর্থযাত্রীরা ভোগান্তি ছাড়াই দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াতের সুবিধা পাবেন। আধুনিকায়ন ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে এই উদ্যোগ পবিত্র নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে গেল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ