ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

মুখোমুখি দুই ট্রেনের ভয়াবহ সং’ঘর্ষ, নি’হ’ত ২১

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৯ ১০:৫৭:৩৫
মুখোমুখি দুই ট্রেনের ভয়াবহ সং’ঘর্ষ, নি’হ’ত ২১

রাকিব: স্পেনের দক্ষিণাঞ্চলে মর্মান্তিক এক রেল দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং ৭৩ জনের বেশি আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কর্ডোবার নিকটবর্তী আদামুজ এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে, যা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আচমকা লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে পড়ে। ঠিক একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনও নিয়ন্ত্রণ হারিয়ে একই লাইনে চলে এলে দুটির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের তীব্রতায় একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী ভেতরে আটকা পড়েন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও মেডিকেল টিমসহ জরুরি উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আহতদের দ্রুত কর্ডোবা, সেভিল ও মালাগার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কয়েকটি বগিতে এখনো তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

দুর্ঘটনার কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রী ও স্বজনদের সহায়তার জন্য প্রধান রেলস্টেশনগুলোতে বিশেষ তথ্যকেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ।

বেসরকারি রেল কোম্পানির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মুহূর্তটি ছিল “ভূমিকম্পের মতো”—হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীরা আসন থেকে ছিটকে পড়েন এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, রানি লেতিসিয়া ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারক করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ