সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
সরকারি ভাবে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ: কর্মী নিয়োগের আবেদন করুন এখানে
হাসান: মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ২০২৫-২৬ সালের জন্য ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা চালু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)। আগামী ১৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জারি করা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র গ্রহণ ও যাচাই-বাছাই চলবে ১৯ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবার চালু করা হয়েছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা। নিয়োগকর্তারা ১৬ জানুয়ারি ২০২৬ থেকেই নির্ধারিত লিংক—https://que05-my.qbe.ee/KDN-OSC —এর মাধ্যমে সাক্ষাতের সময় বুক করতে পারবেন।
কোন কোন খাতে কর্মী নেওয়া হবে?
মন্ত্রণালয় সুনির্দিষ্ট কয়েকটি খাতে শর্তসাপেক্ষে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে—
সেবা খাত:পাইকারি ও খুচরা ব্যবসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, অনুমোদিত মেটাল ও স্ক্র্যাপ ব্যবসা, রেস্টুরেন্ট, লন্ড্রি এবং কার্গো হ্যান্ডলিং।
উৎপাদন (ম্যানুফ্যাকচারিং):বিদ্যমান কারখানার কর্মী প্রতিস্থাপন এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প।
নির্মাণ খাত:শুধুমাত্র সরকারি বা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য কর্মী নেওয়া যাবে।
কৃষি ও বাগান:মৎস্য চাষ, গবাদি পশু পালন, শস্য উৎপাদন ও সব ধরনের প্ল্যান্টেশন।
খনি খাত:খনিজ ও পাথর উত্তোলন সংশ্লিষ্ট কার্যক্রম।
কঠোর শর্তে হবে নিয়োগ
প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বেশ কিছু বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছে—
কর্মী প্রতিস্থাপন:
রেস্টুরেন্ট ও ম্যানুফ্যাকচারিং খাতে ২০২৪ সাল থেকে বর্তমান পর্যন্ত
কার্গো সেবায় ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত‘চেক-আউট মেমো’ থাকতে হবে। ইমিগ্রেশন বিভাগ থেকে সত্যায়িত কাগজপত্র ও কর্মীর দেশত্যাগের প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক।
নির্মাণ খাত:আবেদন করতে পারবেন কেবল মূল ঠিকাদার বা মনোনীত সাব-কন্ট্রাক্টর। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারি সংস্থার প্রত্যয়নপত্র আবশ্যক।
নতুন শিল্প প্রকল্প:ম্যানুফ্যাকচারিং খাতে ১ জানুয়ারি ২০২৩-এর পর এমআইডিএ লাইসেন্সপ্রাপ্ত নতুন বা সম্প্রসারিত প্রকল্পগুলোই কেবল আবেদনযোগ্য।
কোথায় মিলবে বিস্তারিত?
আবেদন ফরম ও যোগ্যতার পূর্ণ বিবরণ পাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট—
www.moha.gov.my→ Immigration Affairs সেকশনে।
সরাসরি যোগাযোগ:ওয়ান স্টপ সেন্টার (OSC), বিদেশি কর্মী ব্যবস্থাপনা বিভাগ,লেভেল–৫, সেতিয়া পারকাসা ৯, পুত্রজায়া।
বিশ্লেষকদের মতে, এই কাঠামোবদ্ধ কোটা পদ্ধতি কার্যকর হলে মালয়েশিয়ার প্রধান খাতগুলোতে চলমান শ্রমিক সংকট অনেকটাই কমবে এবং অভিবাসী শ্রমবাজারে শৃঙ্খলা ফিরবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল