ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

আইসিসির সঙ্গে বৈঠক শেষ বিসিবির: জানুন যেসব সিদ্ধান্ত আসল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৭ ২০:৪৭:৫২
আইসিসির সঙ্গে বৈঠক শেষ বিসিবির: জানুন যেসব সিদ্ধান্ত আসল

রাকিব: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আজ (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্ট বার্তা দিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অবস্থান থেকে তারা সরে আসবে না।

বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি এবং আইসিসি দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের জোর দাবি তোলে। আইসিসির প্রতিনিধিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশের মূল আপত্তি নিরাপত্তা নিয়ে। বিসিবি আগেই আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়, সমর্থক কিংবা সংবাদকর্মীদের জন্য ভারত সফর ঝুঁকিপূর্ণ হতে পারে। সে কারণেই নিরপেক্ষ কোনো দেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বোর্ড।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গতকাল জানান, এ বিষয়ে বোর্ড ও সরকারের অবস্থান অভিন্ন। নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ দলকে ভারতে পাঠানোর প্রশ্নই ওঠে না। আজকের বৈঠকেও একই বার্তা স্পষ্টভাবে আইসিসির কাছে তুলে ধরা হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। বিসিবির আশা, আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে এবং দ্রুতই বিষয়টির নিষ্পত্তি হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ