ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

কেজিতে ৩০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৭ ০০:৪৯:৪১
কেজিতে ৩০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

হাসান: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার খবরে স্থানীয় খুচরা ও পাইকারি বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। নতুন করে আমদানির অনুমতি (আইপি) না দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর গত দুই সপ্তাহেই পেঁয়াজের দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

কেন বন্ধ হলো আমদানি

বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বরের পর থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে আর কোনো ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নতুন আইপি ইস্যু না করায় আমদানিকারকরা এলসি খুলতে পারছেন না। যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন না দিয়ে মৌখিকভাবে আইপি বন্ধের কথা জানানো হয়েছে, তবু যাদের আগের অনুমতি রয়েছে তারা ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্য আনতে পারবেন। নতুন অনুমতি না থাকায় বন্দরকেন্দ্রিক পেঁয়াজ ব্যবসা কার্যত থমকে গেছে।

বাজারে আগুন

সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৩০–৩৫ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা এলাকাভেদে ৫৫ থেকে ৭০ টাকায় উঠেছে। দেশি নতুন পেঁয়াজ বাজারে এলেও সরবরাহ চাহিদার তুলনায় খুবই কম। এই সংকটকে পুঁজি করে একশ্রেণির ব্যবসায়ী দাম আরও বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের।

ব্যবসায়ীদের শঙ্কা রোজা ঘিরে

ভোমরা বন্দরের আমদানিকারকরা বলছেন, দেশের পাইকারি বাজারের বড় অংশই ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরশীল। দ্রুত আমদানির জট না কাটলে রোজার আগেই পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সমাধানের পথ

বাজার বিশ্লেষকদের মত, ভোক্তাদের স্বস্তি ফেরাতে দ্রুত নতুন আইপি চালু করা এবং বাজারে কঠোর তদারকি নিশ্চিত করা জরুরি। না হলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের অস্থিরতা আরও দীর্ঘায়িত হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ