ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সরকারি অনুদান: জানুন আবেদন পদ্ধতি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৭ ০০:৫৯:০১
শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সরকারি অনুদান: জানুন আবেদন পদ্ধতি

হাসান: দেশের সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য ২০২৫–২৬ অর্থবছরের সরকারি অনুদানের আবেদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটwww.shed.gov.bd কে নীতিমালা ও আবেদন সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত নীতিমালা–২০২৫ অনুযায়ী এই অনুদান প্রদান করা হবে। এর আওতায় বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, তাদের শিক্ষক-কর্মচারী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

যারা আবেদন করতে পারবেন

শিক্ষক ও কর্মচারী: এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার কারণে সহায়তার আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীরা: সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শিক্ষাব্যয় বা বিশেষ প্রয়োজনে অনুদান চাইতে পারবেন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহীদের প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংযুক্ত করে অনলাইনে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের অনুদানের অর্থ প্রদান করা হবে।

সরকারি সূত্র বলছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে আর্থিক সংকটে থাকা শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। সমান সুযোগ নিশ্চিত করে শিক্ষার গুণগত মান উন্নয়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ