ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিমানবন্দর থেকে ছাত্রলীগ সভাপতি গ্রে’প্তার-ব্যর্থ হলেন দেশ ত্যাগে

২০২৬ জানুয়ারি ১৬ ২১:৩৯:৩৯
বিমানবন্দর থেকে ছাত্রলীগ সভাপতি গ্রে’প্তার-ব্যর্থ হলেন দেশ ত্যাগে

হাসান: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করা কালেই রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৩টায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিন শেখকে ইমিগ্রেশন কাউন্টারে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

গ্রেপ্তারের প্রেক্ষাপট

জানা গেছে, শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনায় তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্র জানিয়েছে, শাহিন শেখের গ্রেপ্তারি অভিযান তৎপরতার সঙ্গে পরিচালিত হয় এবং দেশে তার অবস্থান ও কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একযোগে কাজ করা এবং আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ