সদ্য সংবাদ
জাতীয় বেতন কমিশনের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ ঢাবি সাদা দলের
রাকিব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল জাতীয় বেতন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে। সংগঠনটির মতে, কমিশন গঠনের সময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, প্রজাতন্ত্রের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য যুগোপযোগী ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্য নিয়ে কমিশন গঠিত হলেও বর্তমান কার্যক্রম সে উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে বলা হয়, কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হতাশাজনক এবং এতে শিক্ষক সমাজের প্রকৃত দাবি ও প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে। এ অবস্থায় বৈষম্যহীন ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়ন নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
সাদা দল বিশেষভাবে উল্লেখ করেছে, জাতীয় বেতন কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মাকছুদুর রহমান সরকারের পদত্যাগ একটি নীতিগত ও সাহসী অবস্থান। তাদের মতে, এই পদত্যাগ কমিশনের অভ্যন্তরে সুস্থ ও বস্তুনিষ্ঠ কাজের পরিবেশ ব্যাহত হওয়ার ইঙ্গিত দেয়।
নেতারা আরও জানান, এর আগে সাদা দলের পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যানের কাছে সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়েছিল। কিন্তু সেসব দাবি বাস্তবায়নে এখনো কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। অথচ শিক্ষকদের মর্যাদা ও স্বার্থ রক্ষার প্রধান দায়িত্ব কমিশনেরই।
বিবৃতির শেষাংশে সাদা দল স্পষ্ট ভাষায় জানায়, শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো বেতন কাঠামো তারা মেনে নেবে না। কমিশনের অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছে, সাধারণ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত চূড়ান্ত হল? জেনে নিন সব তথ্য
- নবম পে-স্কেল চূড়ান্ত: তিন প্রস্তাবে সর্বনিম্ন বেতন
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- আইপিএলে নতুন করে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানাল বিসিবি
- স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা