ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৪ ২৩:২৯:০২
সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল চূড়ান্ত করতে আগামীকাল (১৫ জানুয়ারি) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এই সভা, যেখানে নতুন পে-স্কেলের মূল রূপরেখা ও সর্বনিম্ন বেতনের হার চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকের মূল আলোচ্যসূচিকমিশনের সূত্রে জানা গেছে, বৈঠকে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুবিধাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও চূড়ান্ত করা হবে। বর্তমান বাজারে উচ্চ মূল্যস্ফীতি, শিক্ষা ও আবাসন খরচের বাস্তব চিত্রকে বিবেচনায় রেখে একটি যুগোপযোগী ফ্রেমওয়ার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে।

বেতন অনুপাত ও প্রস্তাবনাগত ৮ জানুয়ারির সভায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, সর্বোচ্চ গ্রেডের বেতন সর্বনিম্ন গ্রেডের আট গুণ হবে। এর আগে ১:১০ ও ১:১২ অনুপাত নিয়ে আলোচনা হলেও বৈষম্য কমাতে ১:৮ অনুপাতটিই বেছে নেয়া হয়েছে।

সর্বনিম্ন বেতনের তিনটি প্রস্তাবসবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতনের ওপর। কমিশনের টেবিলে বর্তমানে তিনটি প্রস্তাব রয়েছে:১. ২১,০০০ টাকা২. ১৭,০০০ টাকা৩. ১৬,০০০ টাকা

আগামী বৈঠকে এই তিনটির মধ্যে যেকোনো একটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কমিশনের মেয়াদসাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২০২৫ সালের জুলাইয়ে গঠিত এই কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, তারা তাদের চূড়ান্ত সুপারিশ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ