ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

রাজশাহী বনাম সিলেট: শেষ ওভারে চরম নাটকীয়তা-দেখুন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৬ ১৯:০৫:৫৭
রাজশাহী বনাম সিলেট: শেষ ওভারে চরম নাটকীয়তা-দেখুন ফলাফল

হাসান: চার-ছক্কার বৃষ্টি আর গ্যালারি মাতানো গর্জনে পর্দা উঠল বিপিএল ২০২৫-এর। উদ্বোধনী ম্যাচেই ক্রিকেটপ্রেমীরা উপভোগ করলেন এক শ্বাসরুদ্ধকর লড়াই। ঘরের মাঠে সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী শতকে ৮ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উত্তরবঙ্গের এই দলটি।

ইমন ও আফিফের ব্যাটিং তাণ্ডবসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রানের বিশাল পুঁজি পায় সিলেট টাইটান্স। স্বাগতিকদের এই বড় সংগ্রহের নেপথ্যে ছিলেন তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন। মাত্র ৩৩ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানের এক হার না মানা ‘টর্নেডো’ ইনিংস খেলেন তিনি। এছাড়া পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব (২৮) ও রনি তালুকদার (৪১) সিলেটকে দুর্দান্ত সূচনা এনে দেন। শেষ দিকে আফিফ হোসেনের ১৯ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস সিলেটকে লড়াকু লক্ষ্য এনে দেয়। রাজশাহীর পক্ষে লেগ স্পিনার সন্দীপ লামিছানে ২ উইকেট শিকার করেন।

শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ঠান্ডা মাথার ফিনিশিং১৯১ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩০ রানেই দুই ওপেনার তানজিদ তামিম (১০) ও সাহিবজাদা ফারহানকে (২০) হারিয়ে চাপে পড়েছিল রাজশাহী। তবে সেখান থেকেই দৃশ্যপটে আসেন নাজমুল হোসেন শান্ত। এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণে সিলেটের বোলারদের দিশেহারা করে দেন তিনি। মাত্র ৫৯ বলে ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০০ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন শান্ত।

তাকে যোগ্য সঙ্গ দেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার ৩০ বলে ৫১ রানের হার না মানা এক দায়িত্বশীল ইনিংস খেলেন। শান্ত ও মুশফিকের অবিচ্ছিন্ন জুটিতে ১৯.৪ ওভারেই ১৯২ রান তুলে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের হয়ে মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন। বিপিএলের উদ্বোধনী ম্যাচেই ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিজয়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ