ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ শেষ হল ৮ গোলে-দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ২৩:২৮:৪৮
আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ শেষ হল ৮ গোলে-দেখে নিন ফলাফল

হাসান: লাতিন ফুটবলের চিরাচরিত ঝাঁজ আর শৈল্পিক ছন্দের দেখা মিলল পেরুর মাটিতে। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টে ইকুয়েডরকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা। পেরুর ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই ম্যাচে নীল-সাদা জার্সিধারীদের আক্রমণের তোড়ে স্রেফ খড়কুটোর মতো উড়ে গেছে ইকুয়েডরের রক্ষণভাগ। এই বড় জয়ের ফলে শেষ চারে এক ব্লকবাস্টার লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হয়েছে, যেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে তাদের চিরশত্রু ব্রাজিল।

রদ্রিগো-আলভারেজদের একক আধিপত্য

ম্যাচের শুরু থেকেই ইকুয়েডরকে চেপে ধরে আলবিসেলেস্তেরা। গোল উৎসবের নায়ক রদ্রিগো আলভারেজ একাই দুইবার বল পাঠিয়েছেন জালে। এছাড়া উলিসেস সিলগুয়েরো, বাতিস্তা কাসো, ফ্যাব্রিসিও গালভান, ইভান মন্টেরস এবং লুকাস হঞ্জ প্রত্যেকেই একটি করে গোল করে বড় জয় নিশ্চিত করেন। ইকুয়েডরের পক্ষে জাভিয়ের চিকুইতো একটি সান্ত্বনাসূচক গোল করলেও তা আর্জেন্টিনার জয়রথ থামাতে পারেনি। মজার ব্যাপার হলো, একই টুর্নামেন্টে কলম্বিয়াও বলিভিয়াকে ঠিক ৭-১ ব্যবধানেই পরাজিত করেছে।

ফাইনালে ওঠার পথে ব্রাজিল বাধা

গ্রুপ পর্বের ৪ ম্যাচের মধ্যে ২ জয় ও ২ ড্র নিয়ে রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে শিরোপার স্বপ্ন পূরণ করতে হলে তাদের টপকাতে হবে গ্রুপ ‘বি’-এর অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ফুটসালে ব্রাজিলের আধিপত্য বিশ্বজুড়ে স্বীকৃত, তাই এই ‘সুপার ক্লাসিকো’ লড়াইটি যে গ্যালারিতে আগুন ছড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। অন্য সেমিফাইনালে লড়বে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

বাংলাদেশে 'সেভেন-আপ' ট্রোলের নতুন জোয়ার

আর্জেন্টিনার এই ৭ গোল করার ঘটনাটি বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে হাস্যরসের জন্ম দিয়েছে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ৭-১ গোলের হারের ক্ষতকে মনে করিয়ে দিয়ে ফুটবল ভক্তরা আবারও মেতেছেন 'সেভেন-আপ' ট্রোলে। আর্জেন্টিনার এই বিধ্বংসী রূপ কি সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষেও দেখা যাবে? উত্তর পেতে ফুটবল বিশ্বের চোখ এখন আসন্ন সেমিফাইনালে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ