ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:০৬:৪৪
ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?

হাসান: বুধবার তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া প্রশাসন।

ভূমিকম্পের প্রভাব রাজধানী তাইপেতেও ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় উঁচু ভবন দুলে ওঠায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোথাও হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ভূমিকম্পের পরপরই দেশজুড়ে জরুরি পর্যবেক্ষণ জোরদার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে কোথাও ক্ষয়ক্ষতির কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি (TSMC) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের মাত্রা তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার মতো ঝুঁকির পর্যায়ে পৌঁছায়নি। ফলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দুটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান করায় অতীতেও দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে প্রাণ হারান শতাধিক মানুষ। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হন দুই হাজারেরও বেশি মানুষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ