ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

হাদির জানাজা সম্পন্ন, দাফনের জন্য নেওয়া হচ্ছে যেখানে!

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৫:০২:৪৮
হাদির জানাজা সম্পন্ন, দাফনের জন্য নেওয়া হচ্ছে যেখানে!

হাসান: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে। জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাঁর রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ জানাজা সম্পন্ন হয়।

শোকাবহ এই জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। দেশের এই সংকটময় সময়ে শহীদ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং বিশিষ্ট নাগরিকরা জানাজায় অংশ নেন।

শনিবার দুপুর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। খামারবাড়ি মোড় থেকে সংসদ ভবনের চারপাশে ছিল মানুষের ঢল। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা শহীদ হাদির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন হাজারো মানুষ।

শোকাহত মানুষের চোখে-মুখে ছিল ক্ষোভ, বেদনা আর প্রশ্ন কেন এমন মৃত্যু? কেন থামছে না সহিংসতা? জনতার সেই নিঃশব্দ কান্না আর উচ্চারিত প্রতিবাদ রাজধানীর আকাশে ভারী আবহ তৈরি করে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহীদ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। তাঁর স্মরণে দেশের সব সরকারি, আধা-সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোকের এই দিনে জাতি স্মরণ করছে একজন কণ্ঠস্বর, একজন প্রতিবাদী মুখ যিনি শেষ পর্যন্ত জীবন দিয়ে নিজের অবস্থানকে অমর করে গেলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ