ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

BBL-হোবার্ট হারিকেনস বনাম সিডনি থান্ডার: বোলিংয়ে রিশাদরা, সরাসরি দেখুন এখানে (LIVE)

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৬ ১৬:০৬:০১
BBL-হোবার্ট হারিকেনস বনাম সিডনি থান্ডার: বোলিংয়ে রিশাদরা, সরাসরি দেখুন এখানে (LIVE)

হাসান: হোবার্টে শুরু হয়েছে বিগ ব্যাশ লিগ (BBL)-এর তৃতীয় ম্যাচ, যেখানে সিডনি থান্ডার ও হোবার্ট হারিকেনস মুখোমুখি হয়েছে। টস জিতে হারিকেনস অধিনায়ক নাথান এলিস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

ব্যাট করতে নেমেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় সিডনি থান্ডার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭.২ ওভার শেষে তারা ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে। উইকেট ও রান রেট বিবেচনায় মাঠের পূর্বাভাস অনুযায়ী Thunder-এর সম্ভাব্য স্কোর ১৭৯ পর্যন্ত যেতে পারে।

ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার ম্যাথিউ গিলকেস। মাত্র ৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় তিনি করেন ২০ রান, তাঁর স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত ২৮৫.৭১। ২৪ রানের মাথায় Thunder হারায় প্রথম উইকেট।

এরপর দায়িত্ব নেন স্যাম কনস্টাস ও ক্যামেরন ব্যানক্রফট। দুজনের ব্যাটে ইনিংসের গতি বজায় থাকে। কনস্টাস ২৩ বলে ২৮ এবং ব্যানক্রফট ১৪ বলে ২০ রানে অপরাজিত আছেন। বর্তমানে দলের রান রেট ৯.৪০।

হোবার্ট হারিকেনসের বোলিংয়ে একমাত্র সাফল্যটি পেয়েছেন বিলি স্ট্যানলেক। তবে সবচেয়ে কিপটে ছিলেন ঋষাদ হোসেন, যিনি ২ ওভারে দিয়েছেন মাত্র ১০ রান।

দুই দলের একাদশ

সিডনি থান্ডার:বাকি ব্যাটার হিসেবে নামার অপেক্ষায় আছেন অলিভার ডেভিস, স্যাম বিলিংস, শাদাব খান, ড্যানিয়েল স্যামস, অধিনায়ক ক্রিস গ্রিন, নাথান ম্যাকঅ্যান্ড্রু, তানভীর সাঙ্ঘা ও রিস টপলি।

হোবার্ট হারিকেনস:মিচেল ওয়েন, নিখিল চৌধুরী, রেহান আহমেদ, বেন ম্যাকডারমট, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), ঋষাদ হোসেন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক

সরাসরি দেখতে এখানেক্লিক করুন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ