সদ্য সংবাদ
ফরজ গোসল দেরিতে করলে কি গুনাহ হয়

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্মে দৈনন্দিন জীবনের নানা বিষয়ে শুদ্ধ জ্ঞান রাখা আবশ্যক। অনেক সময় সাধারণ মানুষ কিছু বিষয় নিয়ে দ্বিধায় পড়ে যান—যেমন ফরজ গোসল দেরিতে করা, ওযু ছাড়া হাদিস পড়া, বা নামাজে মনোযোগ হারানো ইত্যাদি। নিচে এসব প্রশ্নের ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো।
১. ফরজ গোসল দেরিতে করলে কি গুনাহ হবে?যদি ফরজ গোসলের প্রয়োজন হয়, তাহলে তা পরবর্তী ফরজ নামাজের আগে আদায় করতেই হবে। গোসল বিলম্ব করলেও গুনাহ হবে না, তবে নামাজ ছাড়তে পারবে না। রাতের বেলায় গোসল ফরজ হলে ফজরের আগে করে নিতে হবে। মাঝে অন্য কাজ করতে চাইলে ওযু করে নেওয়া উত্তম।
২. বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কি না?একান্ত দরকার ছাড়া সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করাটা অনুচিত। তবে গুনাহ নয়। উত্তম হলো কোনো কাপড় বা গামছা দিয়ে ঢেকে গোসল করা।
৩. ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কি না?হ্যাঁ, ওযু ছাড়া হাদিস পড়া যাবে। হাদিস বা ইসলামিক বই পড়ার জন্য ওযু আবশ্যক নয়। তবে কোরআন শরীফ স্পর্শ বা তেলাওয়াতের জন্য ওযু থাকা জরুরি।
৪. আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনায় সমস্যা হয় কি?না, এ সময় পড়াশোনায় কোনো বাধা নেই। এটি ভ্রান্ত ধারণা মাত্র।
৫. জানাজার নামাজে নারীরা অংশ নিতে পারবে কি না?এ বিষয়ে মতবিরোধ রয়েছে। অনেকে নারীর অংশগ্রহণ বৈধ মনে করলেও অধিকাংশ ওলামা অংশ না নেওয়াই উত্তম বলে মত দেন।
৬. সন্তান কত বছর বয়স পর্যন্ত মা-বাবার সঙ্গে ঘুমাতে পারবে?যখন সে প্রাপ্তবয়স্ক বা তার কাছাকাছি বয়সে পৌঁছে যায়, তখন তাকে আলাদা ঘুমানোর অভ্যাস করানো উচিত।
৭. টিস্যু বা পানির ব্যবহার ছাড়া নামাজ আদায় হবে কি?যদি পানি দিয়ে ভালভাবে পবিত্রতা অর্জিত হয় এবং প্রস্রাব পুরোপুরি বন্ধ থাকে, তবে নামাজ সহিহ হবে।
৮. খাবার খাওয়ার সময় মাথা ঢেকে রাখতে হয় কি?না, মাথা ঢেকে খাওয়ার বাধ্যবাধকতা নেই। উন্মুক্ত মাথায়ও খাওয়া জায়েজ।
৯. মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও থেকে নামাজে প্রভাব পড়ে কি?নামাজ সহিহ হবে, তবে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। হারাম কনটেন্ট থাকা ইসলামী দৃষ্টিতে গুরুতর অপরাধ।
১০. মসজিদের পাশে কবর দিলে কোনো ফজিলত আছে কি?মসজিদের পাশে কবর দেওয়ার কোনো বিশেষ ফজিলত নেই। জান্নাত বা আযাব নির্ভর করে আমলের ওপর।
১১. নামাজে শরীর চুলকানো কি মুনাফিকির লক্ষণ?না, এটি মুনাফিকির লক্ষণ নয়। মনোযোগ বাড়িয়ে নামাজ পড়লে এই সমস্যা কমে যাবে।
১২. ফরজ গোসল ছাড়াই অন্যান্য কাজ করা যাবে কি?ওযু করে ঘুমানো বা অন্য বৈধ কাজ করা যাবে। তবে নামাজের আগেই গোসল করে নেওয়া আবশ্যক।
১৩. স্ত্রীর কাছ থেকে মহর মাফ চাওয়া যাবে কি?স্ত্রী নিজে থেকে খুশিমনে মাফ করলে তা বৈধ। তবে পূর্বপরিকল্পিতভাবে মাফ চাওয়া অনুচিত এবং কাপুরুষতাসূচক।
১৪. বাবা-মায়ের অনুমতি ছাড়া টাকা নেওয়া কি চুরি?হ্যাঁ, ইসলামী দৃষ্টিতে বাবা-মার অনুমতি ছাড়া টাকা নেওয়া চুরি হিসেবে বিবেচিত হতে পারে এবং এজন্য কৈফিয়ত দিতে হতে পারে।
১৫. নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা দোয়া পড়া যাবে কি?কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না, তবে আয়াতকে দোয়া হিসেবে পড়া যাবে।
দৈনন্দিন জীবনের ইসলামি মাসায়েল বোঝার জন্য নির্ভরযোগ্য আলেম ও কোরআন-সুন্নাহভিত্তিক ব্যাখ্যার অনুসরণ জরুরি। বিভ্রান্তিকর কথা বা লোকমুখে প্রচলিত ভুল তথ্য থেকে বিরত থাকা উচিত।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যান্সার হওয়ার এক বছর আগেই শরীর যে সংকেত দেয়
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- মোটরসাইকেল মালিকদের জন্য বিআরটিএর কঠোর নির্দেশনা
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- আবারও কমে গেল সোনার দাম
- কোন গ্রুপের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি
- তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- নিষেধাজ্ঞা শিথিল করল ভারত, শুরু নতুন বিতর্ক
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- মৃত্যু ছেলের সাথে ১৫ বছর পর মায়ের দেখা
- ভয়াবহ সুনামির আশঙ্কা: জাপানে প্রাণহানি ঘটতে পারে প্রায় ৩ লাখ মানুষের
- ইরানের জন্য দুঃসংবাদ
- দাম কমিয়ে আজ ১ ভরি সোনার দাম কত হল
- ভারতের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৪