সদ্য সংবাদ
আগামী তিন দিনজুড়ে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার, ৪ জুলাই ২০২৫। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার প্রভাবে মেঘ প্রবেশ করছে পশ্চিম দিক থেকে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমানসহ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে মেঘ। বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।
আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী, খুলনা, মেহেরপুর, বরিশাল, সাতক্ষীরা, সুন্দরবন, মংলা, অভয়নগর, কলাপাড়াসহ বিভিন্ন স্থানে ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে।
বঙ্গোপসাগরের ওপর ঝোড়ো হাওয়া বয়ে চলেছে ঘণ্টায় ৪৮-৫০ কিমি বেগে, যদিও উপকূলবর্তী এলাকায় তা কিছুটা কমে এসেছে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের ওপর একটি পূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। ৭ ও ৮ জুলাইয়ের পর বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, যা বর্ষার এই সময়ের জন্য একটি স্বস্তির বিষয়।
আজ দুপুর ২টা থেকে কাল ভোর ৬টার মধ্যে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, কলকাতা, খড়দহ, সুন্দরবন, নামখানা, গোসাবা, জয়নগর, হুগলি, কাটোয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। দীঘা, কাথি, মন্দারমনি, শংকরপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি দেখা যাবে – বিশেষ করে মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এলাকায়। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হবে।
ত্রিপুরার আগরতলা, বেলোনিয়া, সাবরুম, জোলাইবাড়িতেও বৃষ্টি হতে পারে। আগামীকাল বিকেল থেকে রাতের মধ্যে বাংলাদেশ, দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা অঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে।
রবিবার দিনভর বৃষ্টি চলবে বাংলাদেশজুড়ে। তবে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় (যেমন ঠাকুরগাঁও ও রংপুর) বৃষ্টি কিছুটা কম হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়ায়ও বৃষ্টি তুলনামূলক কম হবে, তবে বাকি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, ২৪ পরগনা, নদীয়া, হুগলি, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে। তবে মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বৃষ্টি তুলনামূলকভাবে কম হতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, যদিও ভারী বৃষ্টি হচ্ছে, তবে এখন পর্যন্ত তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়নি। তবুও নদী তীরবর্তী ও নিচু এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
- বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
- ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল, দেখুন তালিকা