ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাজেটে বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ০৩ ১৩:১২:৩১
বাজেটে বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২ জুন বাজেট উপস্থাপনকালে তিনি এই ইঙ্গিত দেন।

এবার বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের প্রায় ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং পরিচালনসহ অন্যান্য খাতে বরাদ্দ রয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। বর্তমানে সবাই মূল বেতনের ৫ শতাংশ হারে এই ভাতা পান। তবে এবার গ্রেড অনুযায়ী তা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পেতে পারেন মোট ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা। এর মধ্যে ৫ শতাংশ বর্তমান হারে থাকবে এবং অতিরিক্ত ১০ শতাংশ যোগ হবে। অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাব করা হয়েছে ১০ শতাংশ হারে ভাতা।

এছাড়া সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থাও বহাল রয়েছে। যেমন, গ্রেড ২-এ ৩ দশমিক ৭৫ শতাংশ, গ্রেড ৩ ও ৪-এ ৪ শতাংশ, গ্রেড ৫-এ ৪ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড ৬ থেকে ২০ পর্যন্ত ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হয়।

তবে বাজেট বক্তৃতায় মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় অনেকেই হতাশ। অনেক চাকরিজীবীর প্রত্যাশা ছিল, এবারের বাজেটেই এটি স্পষ্টভাবে উল্লেখ করা হবে।

অর্থনীতিবিদদের মতে, নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ার এই সময়ে মহার্ঘ ভাতা বাড়ানো হলে তা সরকারি কর্মীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে। এটি তাদের বাস্তব সমস্যাগুলো সামাল দিতে সহায়ক হতে পারে।

আশা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ