ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ষড়যন্ত্র ব্যর্থ, বাংলাদেশের ‘চিকেন নেক’ নিয়ে হেমন্ত বিশ্বশর্মার মন্তব্যে বিতর্ক

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৬ ২১:৩৩:৫৩
ষড়যন্ত্র ব্যর্থ, বাংলাদেশের ‘চিকেন নেক’ নিয়ে হেমন্ত বিশ্বশর্মার মন্তব্যে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা আবারও বাংলাদেশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে কূটনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের ভৌগোলিক গঠন নিয়ে এমন মন্তব্য করেন, যা অনেকের চোখে বিভাজনমূলক এবং কৌশলগত হুমকি হিসেবে দেখা হচ্ছে।

হেমন্ত বলেন,“ভারতের একটি ‘চিকেন নেক’ করিডর আছে, তবে বাংলাদেশের আছে দুটি। যদি বাংলাদেশ আমাদের ওপর আক্রমণ চালায়, আমরাও চুপ করে থাকবো না।”

তিনি যে দুটি করিডরের কথা বলেন, তার মধ্যে প্রথমটি উত্তরবঙ্গের রংপুর বিভাগকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে পারে বলে দাবি করেন তিনি। এই করিডরটি দক্ষিণ দিনাজপুর থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিমে গাড়ো পাহাড় পর্যন্ত বিস্তৃত প্রায় ৮০ কিলোমিটার। দ্বিতীয়টি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ একটি করিডর, যা রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ রক্ষা করে।

এই প্রসঙ্গে ভারতের শিলিগুড়ি করিডরের কথা তুলে ধরে হেমন্ত জানান, মাত্র ২২ কিলোমিটার চওড়া এই পথটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এর কৌশলগত গুরুত্ব এতটাই বেশি যে, এটি আক্রান্ত হলে উত্তর-পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে হেমন্তর এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত হেমন্ত বিজেপির ঘনিষ্ঠ এবং অনেকের মতে, জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে ধরে তিনি নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে চাইছেন।

বাংলাদেশে এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক মহল বলছে, এমন মন্তব্য দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়াতে পারে, যা সীমান্তে অস্থিরতার জন্ম দিতে পারে।

এখন প্রশ্ন উঠছে—হেমন্ত বিশ্বশর্মার এই বক্তব্য কি কেবল ব্যক্তিগত মত, নাকি ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো সুপরিকল্পিত বার্তা? যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, দুই দেশের সীমান্ত পরিস্থিতি ঘিরে এমন বক্তব্যকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মহল।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ