সদ্য সংবাদ
উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গুঞ্জনের মধ্যেই অনুষ্ঠিত হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক। শনিবার (২৫ মে) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই পদত্যাগ করছেন না।
বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন।”
সরকারের প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। উপদেষ্টারা মত দেন, একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আয়োজন এবং কার্যকর সংস্কার নিশ্চিত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, “সরকারের ওপর একতরফা ও অযৌক্তিক চাপ প্রয়োগ, এখতিয়ারবহির্ভূত দাবি ও কর্মসূচি রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
উপদেষ্টারা সতর্ক করে বলেন, “যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে সরকারের দায়িত্ব পালন সম্ভব না হয়, তাহলে বিষয়টি জাতির সামনে উপস্থাপন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দায়িত্ব থেকে সরার কোনো ইচ্ছা বা পরিকল্পনা সরকারের নেই।”
সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, “পরাজিত রাজনৈতিক শক্তি এবং বিদেশি চক্রান্তের অংশ হিসেবে কেউ সরকারের কাজে বাধা সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না। জাতীয় স্বার্থেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।”
উল্লেখ করা হয়, “জুলাই অভ্যুত্থানের পর জনমানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা সামনে রেখেই এই সরকার দায়িত্ব পালন করছে। সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন, সংস্কার এবং বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
—সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- আবারও কমে গেল সোনার দাম
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস
- ইরানের জন্য দুঃসংবাদ
- ইসরাইলি ৭৮৯ সেনা পরপারে