ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার থেকে শুরু হতে পারে টানা ৫ দিনের ভারী বৃষ্টি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৪ ২০:২০:২৯
মঙ্গলবার থেকে শুরু হতে পারে টানা ৫ দিনের ভারী বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বর্ষা মৌসুমের শুরুতেই বাংলাদেশে আসতে চলেছে টানা বৃষ্টির ঢল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে পরবর্তী পাঁচ দিন দেশজুড়ে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বজ্রঝড়ের সময় ঘনঘন বজ্রপাতের কারণে প্রাণহানির ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঝড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কৃষক, জেলে, গবাদিপশুপালক ও শিক্ষার্থীরা।

আবহাওয়াবিদদের পরামর্শ, ঝড়-বৃষ্টির সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। খোলা মাঠ, নদী বা উঁচু গাছপালার কাছাকাছি না যাওয়াই ভালো।

এছাড়া বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ঘরে নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানসম্পন্ন তার ও যন্ত্রাংশ ব্যবহার করে বজ্রপাত বা শর্ট সার্কিট থেকে নিজে ও পরিবারকে রক্ষা করা সম্ভব।

—হাসান/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ