সদ্য সংবাদ
পদত্যাগের কথা ভেবেছিলেন ড. ইউনুস, সিদ্ধান্ত শনিবার

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ড. ইউনুস স্পষ্টভাবে বলেন, দেশের রাজনৈতিক সহিংসতা ও অরাজকতার দায় তিনি আর নিতে চান না। তার মতে, এই সংকটের পেছনে রয়েছে রাজনৈতিক দলগুলোর প্ররোচনা এবং সম্মানজনক কোনো সমাধান না হলে তার পক্ষে দায়িত্ব পালন সম্ভব নয়।
বৈঠকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই জাতির উদ্দেশে ভাষণের খসড়া তৈরি ও রেকর্ডিংয়ের প্রস্তুতি শুরু হয়। তবে সিনিয়র উপদেষ্টাদের অনুরোধে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয় এবং শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটি বৈঠকের ডাক দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই ড. ইউনুসের পদত্যাগের বিপক্ষে। তাদের মতে, বর্তমান সংকটকালে তার নেতৃত্ব দেশকে স্থিতিশীলতা দিতে পারে।
এছাড়া রাজনৈতিক নেতারাও তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে দায়িত্বে থাকার আহ্বান জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান। জামায়াতের পক্ষ থেকে সর্বদলীয় সংলাপের প্রস্তাবও এসেছে।
প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলেন, "এই মুহূর্তে তার চলে যাওয়া দেশের জন্য ক্ষতিকর হবে।" আবার অনেকে তাকে দেখছেন ‘নিরপেক্ষতা’র প্রতীক হিসেবে।
একজন নাগরিক বলেন, “যেভাবে আমরা রাজপথে আন্দোলন করেছি, প্রয়োজনে তেমনিভাবে ড. ইউনুসকে রাখতে হলেও মাঠে নামব। আমরা চাই উনি দায়িত্বে থাকুন।”
পুরো দেশ এখন তাকিয়ে আছে শনিবারের দিকে। ড. ইউনুস কি সত্যিই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগ করবেন, নাকি দায়িত্বে থেকেই সংকট উত্তরণের নেতৃত্ব দেবেন? এই প্রশ্নের উত্তর দিতেই হয়তো আবারও ভাষণ প্রস্তুত হচ্ছে—এবার জাতিকে আশ্বস্ত করার জন্য।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- আবারও কমে গেল সোনার দাম
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস
- ইরানের জন্য দুঃসংবাদ
- ইসরাইলি ৭৮৯ সেনা পরপারে