সদ্য সংবাদ
গরমে মসজিদে বিশ্রাম—ইসলামের দৃষ্টিভঙ্গি কী

চলমান প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। ঘরে বসে বিশ্রামের সুযোগ থাকলেও, কর্মজীবী মানুষদের অনেক সময় রাস্তায় বা কর্মস্থলে কষ্ট পেতে হয়। এই প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আহ্বান জানিয়েছে, মসজিদ ও অজুখানা যেন খোলা রাখা হয়—যাতে সাধারণ মানুষ সেখানে কিছুটা আশ্রয় ও বিশ্রাম নিতে পারে।
তবে প্রশ্ন উঠেছে, ইসলাম এ বিষয়ে কী বলে?
ইসলামের দৃষ্টিতে মসজিদের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত। কোরআনে বলা হয়েছে: "নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না" (সুরা জিন: ১৮)। এই আয়াত থেকে বোঝা যায়, মসজিদ primarily ইবাদতের স্থান, এবং সে পরিবেশ রক্ষা করা আবশ্যক।
তবে বিশেষ প্রয়োজনে, কিছু শর্ত সাপেক্ষে মসজিদে সাময়িক আশ্রয় ও বিশ্রাম নেওয়ার অনুমতি রয়েছে। যেমন গ্রীষ্মের গরম, অতিরিক্ত বৃষ্টি বা কোনো বিপদে কেউ সাময়িক আশ্রয়ের জন্য মসজিদে প্রবেশ করলে তা ইসলামে গ্রহণযোগ্য, যদি তা মসজিদের আদব ও মর্যাদার পরিপন্থী না হয় এবং সেখানে স্থায়ী বসবাস বা ব্যবসা না হয়।
ফিকাহ গ্রন্থ ‘ফাতাওয়ায়ে আলমগিরি’-তে বলা হয়েছে: "মসজিদ বিশ্রাম বা ঘুমের স্থান নয়, তবে প্রয়োজনে তা করা যেতে পারে। নামাজ, জিকির, তিলাওয়াত ছাড়া অন্য উদ্দেশ্যে বসাও উচিত নয়—তবে উপযুক্ত ওজর থাকলে অনুমোদন রয়েছে।"
আল্লাহ তাআলা কোরআনে মসজিদের মর্যাদা তুলে ধরে বলেন: "যেসব গৃহে আল্লাহর নাম স্মরণ করা হয় এবং যেগুলোকে মর্যাদায় উন্নীত করতে তিনি নির্দেশ দিয়েছেন, সেখানে এমন পুরুষেরা সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করে—যাদেরকে ব্যবসা বা লেনদেন আল্লাহর স্মরণ, নামাজ ও জাকাত থেকে বিরত রাখতে পারে না…" (সুরা নূর: ৩৬-৩৭)
ইতিকাফ ছাড়া সাধারণভাবে মসজিদে ঘুমানো পুরুষদের জন্য মাকরুহ (অপ্রশংসনীয়)। তবে মুসাফির বা গৃহহীন গরিব ব্যক্তিরা প্রয়োজনে এতে অনুমোদন পান। ইমাম কাসানি (রহ.) বলেন: "ইতিকাফকারী বা মুসাফির হলে সমস্যা নেই, তবে সাধারণ অবস্থায় মসজিদে ঘুমানো মাকরুহ, কারণ এতে মসজিদের সম্মান ক্ষুণ্ণ হয়।"
ইসলামের বিধান অনুযায়ী, মসজিদ primarily ইবাদতের জন্য হলেও মানবিক কারণে জরুরি প্রয়োজনে সীমিত ব্যবহারের অনুমতি রয়েছে। তাই যতক্ষণ না সিটি করপোরেশন বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করে, ততক্ষণ মসজিদকে অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে—তবে মসজিদের পবিত্রতা ও আদব অক্ষুণ্ণ রেখে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- অবশেষে বাংলাদেশীদের জন্য ভিসা পুনরায় চালু
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা: কোন গ্রেডে কত পাবেন
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- সয়াবিন তেলের দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১-৩ লক্ষ টাকা রাখলে মাসিক কত লাভ পাবেন
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য