ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভিপি নুরের বিরুদ্ধে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলার অভিযোগ

২০২৫ মে ২১ ২০:৫৫:০৭
ভিপি নুরের বিরুদ্ধে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযোগ করেছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর তার প্রভাব খাটিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

২১ মে, বুধবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে নুরুল হক নুর ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে একটি প্রকল্পে কাজ দেওয়ার জন্য চাপ দেন। প্রকৌশলী জানান, সরকারি ক্রয়বিধি অনুযায়ী কাজ দেওয়া হয় এবং এই নিয়মের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। কিন্তু নুর নিজের দাবিতে অনড় থাকেন এবং অফিসে তালা দেওয়ার হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় ২০ মে, মঙ্গলবার বিকেল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে নুর কিছু সমর্থক নিয়ে উপস্থিত হয়ে ‘গণঅধিকার পরিষদ’-এর ব্যানারে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে তারা সিটি করপোরেশন প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন, যা ডিএনসিসির দাবি অনুযায়ী, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়।

এ বিষয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ