ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বঙ্গোপসাগরে লঘুচাপ: ঝড়-বৃষ্টি শঙ্কায় উপকূলীয় অঞ্চল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০১ ২২:৩১:২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ: ঝড়-বৃষ্টি শঙ্কায় উপকূলীয় অঞ্চল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় এই লঘুচাপ অবস্থান করছে, যা ভারতের পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রভাব ফেলছে। এর ফলে উপকূলজুড়ে বায়ুচাপের তারতম্য তৈরি হয়েছে এবং এতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই অবস্থায় মাছধরার ট্রলার ও ছোট নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১ জুলাই সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানা গেছে। আগামী কয়েক দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

— প্রতিবেদক: সোহাগ

ট্যাগ: ঝড় বৃষ্টি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ