ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মেসি বনাম ইয়ামাল: ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি দুই প্রজন্ম

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৭ ২১:২৮:৪৯
মেসি বনাম ইয়ামাল: ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি দুই প্রজন্ম

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে আসছে এক অনন্য দ্বৈরথ—২০২৫ সালের ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে শিরোপার লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন দুই প্রজন্মের দুই মহাতারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল।

ফিফার প্যারাগুয়ে কংগ্রেস চলাকালে এক বৈঠকে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার কনমেবল যৌথভাবে চূড়ান্ত করেছে ২০২৫ সালের ফিনালিসিমা আয়োজনের সিদ্ধান্ত। যদিও এখনও তারিখ ও ভেন্যু নির্ধারিত হয়নি, প্রস্তুতি চলছে পুরোদমে।

২০২২ সালের ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এবার প্রতিপক্ষ স্পেন, যাদের দলে রয়েছেন সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণ—মাত্র ১৭ বছর বয়সেই আলোচনার শীর্ষে উঠে আসা লামিনে ইয়ামাল।

একদিকে কিংবদন্তি মেসি, যার ঝলমলে ক্যারিয়ার ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে; অন্যদিকে ফুটবলের নতুন উজ্জ্বল নক্ষত্র ইয়ামাল, যার সামনে ভবিষ্যতের বিশাল সম্ভাবনা। তাদের এক মঞ্চে দেখা মানেই যেন বর্তমান ও ভবিষ্যতের মাঝে এক প্রতীকী সেতুবন্ধন।

ফিনালিসিমা তাই শুধু আরেকটি ম্যাচ নয়—এটি লাতিন আমেরিকার আবেগঘন ফুটবলের সঙ্গে ইউরোপের টেকনিক্যাল কৌশলের এক মহাসংঘর্ষ। আর এই মহারণের কেন্দ্রবিন্দুতে থাকবেন মেসি ও ইয়ামাল—যেখানে সৃষ্টি হতে পারে ফুটবল ইতিহাসের আরেকটি চিরস্মরণীয় অধ্যায়।

আশা/

ট্যাগ: মেসি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ