সদ্য সংবাদ
২০২৬ বিশ্বকাপে কারা পেল টিকিট

নিজস্ব প্রতিবেদক: ঠিক এক বছর পর শুরু হচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এবার যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় বাছাইপর্ব। ছয়টি মহাদেশীয় অঞ্চলের ২০৬টি দেশ এতে অংশ নেয়। এর মধ্যে ১০টি দেশ ইতিমধ্যেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
লাতিন আমেরিকার কনমেবল অঞ্চল থেকে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর ইতোমধ্যে কোয়ালিফাই করেছে। ব্রাজিল প্যারাগুয়েকে হারিয়ে নিশ্চিত করে তাদের জায়গা।
ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
এশিয়ার এএফসি অঞ্চল থেকে এখন পর্যন্ত ছয়টি দেশ জায়গা করে নিয়েছে—অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান ও উজবেকিস্তান। জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে।
এখন পর্যন্ত বাছাইপর্ব থেকে বাদ পড়েছে ৬৮টি দেশ। তাদের মধ্যে রয়েছে কঙ্গো, গাম্বিয়া, সিচেলেস ও চাদ।
অন্যদিকে ইউরোপের অনেক দেশের বাছাইপর্ব এখনো শুরু হয়নি। জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক, সুইডেন ও সুইজারল্যান্ডের মতো দলগুলো এখনো মাঠে নামেনি।
ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায়—শেষ পর্যন্ত কারা যাবে বিশ্বকাপে, কে হাসবে শেষ হাসি?
আশা/