সদ্য সংবাদ
আর্জেন্টিনা থমকাল, ব্রাজিল জয়ে ফিরল — ওলটপালট পয়েন্ট টেবিলে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব এখন উত্তেজনার চূড়ায়। প্রতিটি ম্যাচ বদলে দিচ্ছে পয়েন্ট টেবিলের চিত্র। আর্জেন্টিনা এখনও শীর্ষে থাকলেও, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে ও প্যারাগুয়ের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই—যেখানে এক ম্যাচেই পরিবর্তন হচ্ছে ভাগ্য।
ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের ৪৪তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের করা একমাত্র গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে সেলেসাওরা। পুরো ম্যাচেই ব্রাজিলের দখলে ছিল বলের নিয়ন্ত্রণ (৭৩%)—তবে সুযোগ কাজে লাগাতে না পারায় জয়টা সীমিত ব্যবধানে এসেছে। এই জয়েই টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল।
অন্যদিকে, আর্জেন্টিনার দিনটা কেটেছে হতাশায়। থিয়াগো আলমাদার গোলে প্রথমে এগিয়ে গেলেও, শেষ মুহূর্তে লুইস দিয়াজের গোল কলম্বিয়াকে এনে দেয় গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। ম্যাচ ড্র করলেও, বিশ্বচ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে—তবে চাপ বাড়ছে পেছন থেকে ধেয়ে আসা দলগুলোর।
এদিকে উরুগুয়ে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছে ভেনেজুয়েলাকে। রদ্রিগো আগুইরে ও জর্জিয়ান ডি আররাসকায়েতার গোল দুটোই এনে দিয়েছে তাদের মূল্যবান জয়, যা তুলে এনেছে দলটিকে চতুর্থ স্থানে, ২৪ পয়েন্ট নিয়ে।
বারবার ড্র করায় পিছিয়ে পড়ছে কলম্বিয়া। অপরদিকে পেরু ও চিলির অবস্থা আশঙ্কাজনক—বিশ্বকাপে খেলতে হলে তাদের ঘুরে দাঁড়াতে হবে অভাবনীয়ভাবে। ভেনেজুয়েলা ও বলিভিয়াও মাঝপথে আটকে গেছে, সামনে অপেক্ষা করছে কঠিন সব চ্যালেঞ্জ।
এই বাছাইপর্ব এখন আর শুধু ম্যাচ জেতার লড়াই নয়—এটা বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার যুদ্ধ। পরবর্তী কয়েকটি রাউন্ডই ঠিক করে দেবে কে যাবে সরাসরি, আর কে পড়বে প্লে-অফের দুঃস্বপ্নে।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ দেশের বাজারে ১ ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- ১০টি অসাধারণ ভারতীয় ওয়েব সিরিজ, যেগুলো একবার না দেখলে মিস করবেন অনেক কিছু
- বিসিবিতে মাশরাফির চমক উপস্থিতি, কাঁপছে ক্রিকেট অঙ্গন!
- অপু বিশ্বাসের মৃত্যুর গুজব: আসল সত্য কী
- ২০২৬ বিশ্বকাপে নিশ্চিত ১০ দল
- ৯৯% মুসলমানদের দেশে এবার পশু কোরবানি নিষিদ্ধ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- ১২ দেশের নাগরিকদের আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ
- ঈদের আগে দাম কমিয়ে আজ থেকে নতুন দামে এলপি গ্যাস
- আবারও আসছে নিম্নচাপ, জুনেও দুর্যোগের শঙ্কা
- আমার স্ত্রীকেও রেহাই দেয়নি সেনাপ্রধান
- 'কালো মানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া
- ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা
- এবার পেঁয়াজ নিয়ে বড় সুখবর
- যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ১২ দেশের নাগরিক