সদ্য সংবাদ
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের জার্সিতে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেললেও, ব্রাজিলের হয়ে ঠিক সে রকম আলো ছড়াতে পারছিলেন না। তবে এবার দৃশ্যপট যেন বদলে গেছে। ক্লাব ফুটবলের গুরু কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের কোচের ভূমিকায়, তখনই যেন নতুন উদ্যমে জ্বলে উঠলেন ভিনি!
বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। কষ্টসাধ্য লড়াই শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের ৪৪তম মিনিটে, যার নায়ক ভিনিসিয়ুস জুনিয়র।
জয়ের ফলে কিছুটা স্বস্তি পেলেও, পারফরম্যান্সে ভরসা পাচ্ছেন না ব্রাজিল সমর্থকেরা। কারণ ফিফা র্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয়ে সন্তুষ্ট হতে পারছে না ফুটবলবোদ্ধারাও।
আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে নিজেকে পরিণত করেছেন বিশ্বমানের খেলোয়াড়ে। এবার সেই প্রিয় কোচকেই জাতীয় দলের ডাগআউটে পেয়ে যেন আরও উজ্জ্বল হয়ে উঠলেন ভিনি। তাঁর করা দারুণ সেই গোল দিয়েই ব্রাজিল শুরু করল নতুন কোচের যাত্রা।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল ব্রাজিল। রাফিনিয়া, কুনহা ও ভিনিসিয়ুসের টানা আক্রমণে বারবার নড়বড়ে হয়ে পড়ে প্যারাগুয়ে রক্ষণ। ২২ থেকে ২৮ মিনিটের মধ্যে তিনটি নিশ্চিত সুযোগ মিস করলেও, ৪৪ মিনিটে কুনহার নিখুঁত কাটব্যাক পাস থেকে গোল আদায় করে নেন ভিনিসিয়ুস। একাধিক ডিফেন্ডার ঘিরে ধরলেও, চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান এই তরুণ তারকা।
দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণে ছিল ব্রাজিল, তবে গোলের সুযোগ তৈরিতে ছিল কিছুটা অনাগ্রহ। বরং প্যারাগুয়ে দু'বার ভয় ধরিয়ে দেয় বিপজ্জনক কাউন্টার অ্যাটাকে। ৬০ মিনিটে সানাব্রিয়ার শট রুখে দেন গোলরক্ষক অ্যালিসন, আর ৭২ মিনিটে আলোনসোর হেড অল্পের জন্য বাইরে যায়।
শেষ মুহূর্তে একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল। ফরোয়ার্ডদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো, তবে শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সেলেসাওরা।
এই জয়ে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের অর্জন ২৫ পয়েন্ট, যার ফলে নিশ্চিত হয়েছে পরবর্তী বিশ্বকাপের টিকিট।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ দেশের বাজারে ১ ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- ১০টি অসাধারণ ভারতীয় ওয়েব সিরিজ, যেগুলো একবার না দেখলে মিস করবেন অনেক কিছু
- বিসিবিতে মাশরাফির চমক উপস্থিতি, কাঁপছে ক্রিকেট অঙ্গন!
- অপু বিশ্বাসের মৃত্যুর গুজব: আসল সত্য কী
- ২০২৬ বিশ্বকাপে নিশ্চিত ১০ দল
- ৯৯% মুসলমানদের দেশে এবার পশু কোরবানি নিষিদ্ধ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- ১২ দেশের নাগরিকদের আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ
- ঈদের আগে দাম কমিয়ে আজ থেকে নতুন দামে এলপি গ্যাস
- আবারও আসছে নিম্নচাপ, জুনেও দুর্যোগের শঙ্কা
- আমার স্ত্রীকেও রেহাই দেয়নি সেনাপ্রধান
- 'কালো মানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া
- ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা
- এবার পেঁয়াজ নিয়ে বড় সুখবর
- যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ১২ দেশের নাগরিক