সদ্য সংবাদ
বাংলাদেশের হোঁচট, এশিয়ান কাপে টিকে থাকার কঠিন সমীকরণে এখন জামালরা

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবেনি বাংলাদেশ। জাতীয় দলে একাধিক প্রবাসী তারকার আগমনে যেমন ফুটবলপ্রেমীদের মনে জন্ম নিয়েছিল নতুন স্বপ্ন, তেমনই বাড়ছিল প্রত্যাশাও। কিন্তু প্রায় ১৮ হাজার দর্শকের সামনে ঘরের মাঠেই সেই স্বপ্ন ভেঙে চুরমার—২-১ গোলের হারে হতাশাজনক সূচনা করল লাল-সবুজের যাত্রা।
তবে এই পরাজয়ের পরও গ্রুপ-সি-তে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। একই পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে জামাল ভূঁইয়ারা পিছনে ফেলেছে ভারতকে, যারা হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে এখন তালিকার তলানিতে।
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে প্রতিটি দলের হাতে রয়েছে আরও চারটি করে ম্যাচ। গ্রুপের শীর্ষস্থান অর্জনকারীরাই সরাসরি যাবে মূলপর্বে। বর্তমানে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যারা যদি বাকি সব ম্যাচ জেতে, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। হংকংয়ের ক্ষেত্রেও একই সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাদেশ কিংবা ভারতের পক্ষে সর্বোচ্চ ১৩ পয়েন্টই অর্জন করা সম্ভব।
এই বাস্তবতায় বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে—পাঁচ দিনের ব্যবধানে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ, একটি ঘরের মাঠে, অন্যটি হংকংয়ে। মূলপর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই।
তবে শুধু নিজের ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে সিঙ্গাপুরের পয়েন্ট খোয়ানোর দিকেও। বিশেষ করে, বাংলাদেশ যদি পরের মুখোমুখি লড়াইয়ে সিঙ্গাপুরকে হারায়, তাহলে উভয় দলের পয়েন্ট দাঁড়াবে ১৩। তখন গ্রুপ শীর্ষস্থানের লড়াই গিয়ে ঠেকবে টাইব্রেকারে।
টাইব্রেকার হিসেবেও রয়েছে একাধিক ধাপ:১. প্রথমে বিবেচনায় আসবে দুই দলের হেড-টু-হেড পারফরম্যান্স।২. সমতা হলে দেখা হবে গোল ব্যবধান।৩. তাতেও সমতা থাকলে, এগিয়ে থাকবে যে দল বেশি গোল করেছে।
অর্থাৎ, বাংলাদেশের সামনে এখন কেবল কঠিন নয়, রীতিমতো কাঁটাতার পেরোনোর মতো এক সমীকরণ। সম্ভাবনা এখনও মরে যায়নি, স্বপ্ন এখনও জ্বলছে। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়নে চাই ধারাবাহিক জয়, নিখুঁত পরিকল্পনা এবং অবশ্যই কিছুটা ভাগ্যের সহায়তাও।
আয়শা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ দেশের বাজারে ১ ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- ১০টি অসাধারণ ভারতীয় ওয়েব সিরিজ, যেগুলো একবার না দেখলে মিস করবেন অনেক কিছু
- বিসিবিতে মাশরাফির চমক উপস্থিতি, কাঁপছে ক্রিকেট অঙ্গন!
- অপু বিশ্বাসের মৃত্যুর গুজব: আসল সত্য কী
- ২০২৬ বিশ্বকাপে নিশ্চিত ১০ দল
- ৯৯% মুসলমানদের দেশে এবার পশু কোরবানি নিষিদ্ধ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- ১২ দেশের নাগরিকদের আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ
- ঈদের আগে দাম কমিয়ে আজ থেকে নতুন দামে এলপি গ্যাস
- আবারও আসছে নিম্নচাপ, জুনেও দুর্যোগের শঙ্কা
- আমার স্ত্রীকেও রেহাই দেয়নি সেনাপ্রধান
- 'কালো মানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া
- ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা
- এবার পেঁয়াজ নিয়ে বড় সুখবর
- যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ১২ দেশের নাগরিক