ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মৃত্যুর পর জীবন: বিজ্ঞান ও যুক্তির আলোকে এক অনুসন্ধান

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৬ ১১:৪০:৪২
মৃত্যুর পর জীবন: বিজ্ঞান ও যুক্তির আলোকে এক অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদন; মানবজীবন যেন এক মহাযাত্রা—জন্ম দিয়ে শুরু, মৃত্যু তার মাঝপথ, আর পুনরুত্থান হচ্ছে সেই চূড়ান্ত গন্তব্য। ধর্মীয় বিশ্বাসে এটি চিরন্তন সত্য, কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন—মৃত্যুর পর পচে যাওয়া শরীর, ধুলায় মিশে যাওয়া কঙ্কাল কীভাবে আবার ফিরে আসবে জীবনের আলোতে?

এই প্রশ্নের উত্তর আল-কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন—“আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাদের মাটিতে ফিরিয়ে নেব, এবং সেখান থেকেই আবার তোমাদের বের করব।”(সূরা ত্বা-হা, আয়াত ৫৫)

তবু যুক্তিবাদীরা প্রশ্ন তোলেন—এমন পুনর্জীবনের কথা কি বৈজ্ঞানিকভাবে সম্ভব? বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং একবার বলেছিলেন, মৃত্যুর পর জীবন, স্বর্গ কিংবা নরক—সবই কল্পনার সৃষ্টি। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞান কি কখনও চূড়ান্ত সত্য হতে পারে?

ইতিহাস আমাদের শিখিয়েছে, বিজ্ঞানের ধারণা সময়ের সাথে বদলায়। এক সময় সবাই বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। পরে সেই ধারণাই পাল্টে গেল। আজ যা ‘অবশেষ সত্য’ মনে হচ্ছে, আগামীকাল সেটাই ভুল প্রমাণ হতে পারে।

আধুনিক গবেষণা বলছে, মানবদেহে এমন একটি জিনগত উপাদান রয়েছে যাকে বলা হয় “Immortal DNA”—অমর ডিএনএ। মৃত্যুর পরও এর কিছু অংশ নষ্ট হয় না, বরং অনেকক্ষেত্রে তা নিজের পুনর্গঠন সক্ষমতা দেখায়। অনেক বিজ্ঞানী মনে করেন, হতে পারে এটিই সেই মাধ্যম যার দ্বারা পরকালের জীবনে আমাদের পুনরুত্থান ঘটবে।

একটি সহজ উপমা বিষয়টি আরও পরিষ্কার করে:ধরুন শরীর একটি কম্পিউটারের হার্ডওয়্যার, আর আত্মা (রুহ) হলো তার সফটওয়্যার। যখন কম্পিউটার নষ্ট হয়, তখন কি সব কিছু হারিয়ে যায়? না। সেই সফটওয়্যার আবার নতুন যন্ত্রে ইনস্টল করে আগের সব কিছু ফিরিয়ে আনা যায়। ঠিক তেমনিভাবে, হাশরের দিনে আল্লাহ আমাদের রুহকে নতুন শরীরে ফিরিয়ে এনে আবারও জীবিত করবেন।

আল্লাহর কিতাবে এমন হাজারো আয়াত রয়েছে, যেগুলোর অনেক কিছুই আজকের বিজ্ঞান এখনো ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু তাই বলে কি তা ভুল? না, বরং সময়ই হয়তো সেই রহস্য উন্মোচনের অপেক্ষায়।

মৃত্যুর পর জীবন—এটি এমন এক সত্য, যা বিজ্ঞান হয়তো পুরোপুরি ধরতে পারেনি, কিন্তু একজন ঈমানদারের হৃদয়ে এটি গেঁথে আছে বিশ্বাসের অটল শিলালিপির মতো।

আয়শা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ