ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, এনওসি না মেলায় খেলা অনিশ্চিত

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৪ ২০:২৬:১৩
আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, এনওসি না মেলায় খেলা অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে আইপিএলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। তবে এখনও নিশ্চিত নয় তাঁর মাঠে নামা। কারণ, এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাননি বাঁহাতি এই পেসার।

মুস্তাফিজ এর আগেও ২০২১ ও ২০২২ সালে দিল্লির হয়ে খেলেছেন। এবার শেষপর্যায়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ইনজুরিতে পড়ায় তার জায়গায় মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে দলটি।

কিন্তু বিসিবি জানিয়েছে, এনওসির বিষয়ে তারা এখনো কোনো আবেদন পায়নি। ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস বলেন,"মুস্তাফিজ এনওসির জন্য এখনো আবেদন করেননি। তাই এ নিয়ে সিদ্ধান্তও হয়নি। যদি আবেদন আসে, তখন বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে।"

মুল সমস্যা সূচির সংঘাতে

বিসিবির দোটানার পেছনে রয়েছে জাতীয় দলের ব্যস্ততা। মে মাসেই বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর রয়েছে সম্ভাব্য পাকিস্তান সফর।

জাতীয় দল আজই রওনা হয়েছে দুবাইয়ের উদ্দেশে, যেখানে ১৭ ও ১৯ মে শারজাহতে হবে দুই ম্যাচের সিরিজ। সেই সফরসঙ্গীদের তালিকায় আছেন মোস্তাফিজও।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনাও রয়েছে। যদিও সেটির পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত নয়।

এই অবস্থায় প্রশ্ন উঠছে—জাতীয় দলের সিরিজ রেখে মোস্তাফিজ কি আইপিএল খেলতে যাবেন? আর বিসিবি কি সেই অনুমতি দেবে?

আইপিএল আবার মাঠে গড়াচ্ছে ১৭ মে থেকে। দিল্লির হয়ে মোস্তাফিজ মাঠে নামতে পারেন ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে। তবে তার আগে বিসিবির ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক।

এখন সবকিছু দাঁড়িয়ে আছে একটি কাগজের অপেক্ষায়—এনওসি মিললেই মোস্তাফিজ ফিরতে পারেন আইপিএলের আলোচিত মঞ্চে। আর না মিললে তাকে থাকতে হবে জাতীয় দলের সঙ্গেই।

— রাকিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ